টঙ্গীবাড়ী ঢাকা রুটে পরিবহন ধর্মঘট

শামীম বেপারী: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কালিবাড়ী হতে সিরাজদিখান উপজেলার নিমতলী হয়ে ঢাকার গুলিস্তান রুটে যাতায়াতকারী এস এস, ডি এম ও সিরাজদিখান পরিবহন অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছে।

বাস স্টাফদের মারধর ও গাড়ি ভাংচুর এর প্রতিবাদে শনিবার সকাল হতে এ ধর্মঘট পালন করছে বাস মালিক ও পরিবহন শ্রমিকরা। ফলে এ রুটে যাতায়তকারী হাজার হাজার যাত্রীর চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদে ঘরমুখো যাত্রী সহ স্থাণীয় ব্যবসায়ীরা চরম উৎকন্ঠায় রয়েছে।

জানাগেছে শুক্রবার সকালে এস এস পরিবহনের সাজন এন্টারপ্রাইজের মুন্সীগঞ্জ জ ১১-০০০৫ নং গাড়িটি টঙ্গীবাড়ী স্ট্যন্ড হতে ছেড়ে সিরাজদিখান উপজেলার বাড়ৈইপাড়া স্টান্ডে পৌছাঁলে সেখানে মালখানগর গ্রামের পনির দেওয়ান এক মহিলা ও শিশু যাত্রীকে বাসে উঠিয়ে তার পছন্দমতো সিডে বসতে দিতে বলেন।

কিন্তু এ সময় বাসে সিড খালি না থাকায় উক্ত বাসের হেলপার জয়নাল উক্ত মহিলাকে গাড়ির সামনের মহিলা সিডে বসিয়ে দেন। এতে পনির ক্ষিপ্ত হয়ে উঠে। হেলপার জয়নাল এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পনির এর সাথে সংঘর্ষ বেঁধে যায়।

এ সময় পনির তার এলাকার আপ্তিয় স্বজনদের খবর দিলে উক্ত রুটে যাতায়তকারী বাস শ্রমিক ও পনির গংদের সাথে দফায় দফায় সংঘর্ষে বাস কন্ট্রেকটর জনি, জয়নাল, মানিক সহ ১০-১২ জন আহত হয়। পরে সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন ঘটনস্থলে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করেন।

উল্লেখিত গাড়িটি সিরাজদিখান উপজেলার রাজদিয়া গ্রামের মোকামখোলা নামক স্থানে রেখে দিলে পনির এর নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠি সোটা নিয়ে শুক্রবার বিকেলে গাড়িটি ভাংচুর করে। এ সময় বাস মালিক সমিতি সিরাজদিখান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে গাড়ি ভাংচুরকারী দু-জনকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ শুক্রবার রাতে আটককৃত উক্ত ২ ব্যাক্তিকে ছেড়ে দিলে বাস মালিক ও পরিবহন শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে শনিবার সকাল হতে অনিদিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহবান করে। এদিকে বাসে ভাংচুর এর অভিযোগে বাস মালিক সুদেব ভাওয়াল বাদী হয়ে পনির দেওয়ানকে প্রধান আসামী করে ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

পরিবহন শ্রমিকদের সাধারন সম্পাদক অলি আহমেদ সাংবাদিকদের জানায়, পুলিশ বাস ভাংচুরকারীদের ধরে ছেড়ে দেওয়ার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা এ ধর্মঘট পালন করছে। তবে এ ব্যাপারে সিরাজদিখান থানা ওসি শেখ মাহবুবুর রহমান জানান, সিরাজদিখান থানা পুলিশ এ ঘটনায় কাউকে আটক করেনি।

গাড়ি ভাংচুর এর সময় স্থাণীয় জনতা দু-জনকে আটক করে পুলিশ সেখানে উপস্থিত হলে মহিউদ্দিন চেয়ারম্যান উক্ত বিষয়টি বিচার এর ভার নিলে স্থানীয় জনগন উক্ত আটককৃত ব্যাক্তিদের পুলিশে সোর্পাদ না করে ছেড়ে দেয়। সে আরো জানায় পরে এ ব্যাপারে সিরাজদিখান থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।

বাংলাপোষ্ট২৪

================

ঢাকা-টঙ্গিবাড়ি-নিমতলা সড়কে বাস চলাচল বন্ধ

হেলপারকে মারধর ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে ঢাকা-টঙ্গিবাড়ি-নিমতলা সড়কে বাস চলাচল বন্ধ করে ধর্মঘটের ডাক দিয়েছেন মালিক ও শ্রমিকরা। ফলে, শনিবার সকাল থেকে এ রুটে চলাচলরত ৩টি পরিবহনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। ঈদকে সামনে রেখে টঙ্গিবাড়ি ও সিরাজদিখান উপজেলার হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

অন্যদিকে, হেলপারকে মারধর ও বাস ভাঙচুরের ঘটনায় শনিবার সকাল ১০টার দিকে বাস মালিক সুদেব ভাওয়াল বাদী হয়ে ১৩ জনকে আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, পছন্দ মতো আসন না দেওয়ায় শুক্রবার বিকেলে পনির শেখ নামে এক যাত্রী ও তার লোকজন সিরাজদিখানের মালখানগর এলাকায় সাজুন এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর ও হেলপারকে মারধর করেন।

এর প্রতিবাদে ঢাকা-টঙ্গিবাড়ি-নিমতলা সড়কে বাস চলাচলরত ডিএম পরিবহন, এসএস পরিবহন ও সিরাজদিখান পরিবহনের যাত্রীবাহী বাসের মালিক ও শ্রমিকরা শনিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেন।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচল শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply