ঢাকা-টঙ্গিবাড়ী-সিরাজদিখান সড়কে বাস ধর্মঘট প্রত্যাহার

ঢাকা-টঙ্গিবাড়ী-সিরাজদিখান সড়কে বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে পরিবহন মালিক-শ্রমিকরা। যাত্রী উঠানো নিয়ে চালককে মারধর ও ভাংচুর করার প্রতিবাদে শনিবার সকাল-সন্ধ্যা এ ধর্মঘট পালিত হয়। রোববার সকাল থেকে যথারীতি বাস চলাচল করবে বলে মালিক-শ্রমিকরা জানান। এ ঘটনায় ২০ জনের বিরুদ্ধে বাস মালিক সুদেব চন্দ্র ভাওয়াল মামলা করেছেন।

শুক্রবার সকাল ৯ টার দিকে এস এস পরিবহনের যাত্রীবোঝাই বাসের (মুন্সীগঞ্জ-জ ১১-০০০৫) চালক মো. মানিকের সঙ্গে এক মহিলা যাত্রীর কথা কাটাকাটি হয়। পরে মহিলা যাত্রীর ভাই পনির মিয়ার নেতৃত্বে ২০-২৫ জন এলাকাবাসী শুক্রবার রাত ৭টার দিকে বাস চালককে মারধর ও বাস ভাংচুর করে।

জাস্ট নিউজ

Leave a Reply