মুন্সীগঞ্জে গুম আতঙ্ক

লাশ গুম-গুপ্ত হত্যার ঘটনা বেড়েই চলছে মুন্সীগঞ্জে। এতে আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। প্রায় প্রতিদিনই লাশের মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন কেউ। গুপ্ত হত্যায় একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় শহরের ধলেশ্বরী নদী পাড়ের মানুষের দিন কাটছে উদ্বেগ-উৎকণ্ঠায়। আতঙ্কে রয়েছেন বিরোধী দলের নেতাকর্মীরাও।

হত্যাকে পুঁজি করে পুলিশের বাণিজ্যও বেড়ে গেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। কাউকে আটক করার পর এসব হত্যা মামলায় আসামি করে আদালতে পাঠানোর ভয় দেখিয়ে মুন্সীগঞ্জ থানা পুলিশ বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। আবার আটকের পর পেন্ডিং এসব মামলায় আসামি করে ও ফাইনাল রিপোর্ট দিয়ে অব্যাহতি দেয়ার অজুহাত দিয়েও হাতিয়ে নেয়া হচ্ছে বিপুল অঙ্কের টাকা। এ পর্যন্ত লাশ উদ্ধারের পেন্ডিং মামলায় চরাঞ্চলের আধারা ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন (৫৫), মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন (৪৭), জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ (৪৬), যুবদল নেতা আমিনুল (৩২), খাসকান্দির আওয়ামী লীগ সমর্থিত আক্তার (৪০)সহ বেশ কয়েকজনকে আটকের পর লাশ উদ্ধারের পেন্ডিং মামলায় আসামি করে আদালতে প্রেরণ করার অভিযোগ রয়েছে। পরে এদের কাছ থেকে পুলিশ পেন্ডিং বাণিজ্য করে বলে অভিযোগ রয়েছে।

গত বছরের আক্টোবর থেকে এ বছরের জুলাই মাস পর্যন্ত- এই ১০ মাসে গুম-গুপ্ত হত্যায় লাশ উদ্ধার হয়েছে অন্তত ৪০ জনের। এসব গুপ্ত হত্যার শিকার হয়েছেন শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত। মুক্তারপুর নৌ ফাঁড়ির এক কিলোমিটার এলাকার মধ্যে গুপ্ত হত্যার ঘটনা ঘটেছে ৯টি। এছাড়া হাইওয়ে সড়কগুলোর আশপাশেও অজ্ঞাত পরিচয়ের লাশ পাওয়া যাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-মাওয়া মহাসড়ক এবং মুক্তারপুর নৌ ফাঁড়ির রাতের টহল ব্যবস্থা নাজুক থাকায় এসব খুনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে অপহৃত দুই বন্ধুর লাশ মুন্সীগঞ্জের নদী থেকে পুলিশ উদ্ধার করেছে। গত ২৯শে জুলাই রাতে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর সেতু সংলগ্ন নদী থেকে অপহরণের আট দিন পর এক বন্ধু পারভেজ আলমের (২০) লাশ পুলিশ উদ্ধার করে। পরদিন ৩০শে জুলাই সকালে লাশ শনাক্তের পর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের বাবা মো. কবির দুপুর আড়াইটার দিকে লাশ নিয়ে যান। নিহতের বাড়ি ভোলা সদর উপজেলার সামনধার এলাকায়। তারা ২৮৬/ এ খিলগাঁও, সিপাহীবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

এর আগে গত ২৪শে জুলাই অপর বন্ধু হাসান বান্না শুভর (২৪) লাশ সিরাজদিখানের মরিচা ব্রিজ সংলগ্ন ইছামতি নদী থেকে পুলিশ উদ্ধার করে। পরদিন ২৫শে জুলাই নিহতের স্বজনরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে লাশ শনাক্ত করে নিয়ে যায়। তার পিতার নাম আনিসুজ্জামান ও মা সাবিয়া শোভা বাংলাদেশ যুব মহিলা লীগের মতিঝিল থানার সভাপতি। ঢাকার রাজারবাগ এলাকায় তারা ভাড়া বাসায় বসবাস করেন। গত ২২শে জুলাই হাসান বান্না শুভ ও বন্ধু পারভেজ আলমকে মোবাইল ফোনে শাহজাহানপুর এলাকায় ডেকে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এরপর থেকে দুই বন্ধু নিখোঁজ হয়ে পড়ে। গত ১০ই জুন সিরাজদিখানের মরিচা খারশুর এলাকার একটি ঝোঁপে দেহ থেকে মস্তক, হাত-পা বিচ্ছিন্ন অজ্ঞাতনামা এক যুবকের (২৪) ১১ টুকরা লাশ পুলিশ উদ্ধার করে। টুকরাগুলো ৬টি ছোট প্লাস্টিকের বস্তা থেকে উদ্ধার করা হয়। গত ৫ই এপ্রিল শহরের যোগিনীঘাট এলাকার খাল থেকে হাত-পা বিচ্ছিন্ন মস্তকবিহীন অজ্ঞাতনামা এক যুবকের (৩২) লাশ পুলিশ উদ্ধার করে।

গত ২১শে ফেব্রুয়ারি সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার রতনপুর আনসার ক্যাম্পের পাশে একটি ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাতনামা এক যুবকের (২৩) লাশ পুলিশ উদ্ধার করে। পরে তা শহরের গনকপাড়া এলাকার নাসিরের লাশ হিসেবে শনাক্ত করা হয়। গত ২১শে জানুয়ারি আলভী চৌধুরী (৬) নামের এক শিশুকে হত্যার পর ফিরিঙ্গিবাজার মসজিদের ভিতরে সিঁড়ির নিচ থেকে তার লাশ পুলিশ উদ্ধার করে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা শিশু আলভীকে মসজিদের ভিতরে সিঁড়ির নিচে নিয়ে কাঠের লাঠি দিয়ে মুখে ও মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। কে বা কারা ও কি কারণে এই শিশুটিকে হত্যা করেছে তা শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহত শিশু আলভী সদর উপজেলার ফিরিঙ্গিবাজার এলাকার জীবন চৌধুরীর ছেলে। বিয়ের দুই বছরের মাথায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল গ্রামে গত বছরের ২৫শে ডিসেম্বর সকালে গাছে ঝুলন্ত অবস্থায় রেশমা আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে পুলিশ গ্রেপ্তার করেছে। গৃহবধূ রেশমাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে মামলার বাদী আনোয়ার হোসেন কনক দাবি করেছেন।

২২শে ডিসেম্বর জেলার শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় মহাসড়কের পাশে নিখোঁজ লঞ্চমিস্ত্রি বিল্লাল বেপারীর (৪০) লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি সিরাজদিখান উপজেলার পশ্চিম শিয়ালদি। তিনি মাওয়ায় লঞ্চের ইঞ্জিন মেরামতের মিস্ত্রি ছিলেন। গত ২০শে ডিসেম্বর গজারিয়া উপজেলার দড়ি বাউশিয়া এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করে। গত ১৩ই ডিসেম্বর দুপুর ১টার দিকে মুক্তারপুর নৌ ফাঁড়ির ধলেশ্বরী নদীতে এক কিলোমিটার এলাকার মধ্যে ৩টি অজ্ঞাতপরিচয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শানারপাড়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী মঞ্জু মুন্সীর পরিচয় শনাক্ত করা হয়েছে। গত ১০ই ডিসেম্বর একই দিন মীরকাদিম পৌরসভার গোপনগর এলাকায় এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।

গত ৮ই ডিসেম্বর ধলেশ্বরী নদীর মোল্লারচর এলাকা থেকে অজ্ঞাতপরিচয়ের দুটি লাশ পুলিশ উদ্ধার করে। পরদিন ৯ই ডিসেম্বর এদের মধ্যে ১ জনের লাশ শনাক্ত হয়। নিহত আল-আমিন ঢাকা ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। গত ৬ই ডিসেম্বর মুন্সীগঞ্জ সদর ও শ্রীনগরে ২টি গুপ্ত হত্যা হয়। সদর উপজেলার চরাঞ্চল শিলই ইউনিয়নের আকাল মেঘ গ্রামের ইউপি সদস্য আমজাদ বেপারীর ছেলে মো. ওয়ালিদ (৩৮)কে হত্যার পর লাশ গুম করা হয়। ৫ দিন নিখোঁজ থাকার পর গত ৬ই ডিসেম্বর সন্ধ্যায় হাত-পা বাঁধা অবস্থায় মোলাকান্দি ইউনিয়নের চরবেশনাল গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গত ৫ই ডিসেম্বর লৌহজং উপজেলার হারিদিয়া গ্রামের মৃত নাদু মিয়ার ছেলে শামীম (৩০) ঢাকার মিরপুরের ভাইয়ের বাসা থেকে গ্রামের বাড়িতে আসার পথে নিখোঁজ হয়।

পরদিন ৬ই ডিসেম্বর শ্রীনগর উপজেলার হরপাড়া জামে মসজিদের টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত ১০ই নভেম্বর একই দিন সকাল ১০টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের আন্ডার গ্রাউন্ড থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক বৃদ্ধের লাশ পুলিশ উদ্ধার করে। শ্রীনগর উপজেলার বাড়ৈখালী খাল থেকে নিখোঁজ হওয়ার ৩ দিন পর গত ২৪শে অক্টোবর সকালে পঞ্চম শ্রেণীর ছাত্র অপু খন্দকারের (১১) লাশ পুলিশ উদ্ধার করে।গত ২৩শে অক্টোবর বিকালে শহরের উত্তর ইসলামপুর গ্রামের নিখোঁজ জামাল হোসেনের (৪০) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। গত ১৫ই অক্টোবর ভোরে মুন্সীগঞ্জ বালুমহালের কালেক্টর জামাল হোসেনকে ভলগেইট শ্রমিকরা পিটিয়ে হত্যা করে বস্তায় ভরে লাশ ধলেশ্বরী নদীতে ফেলে দেয়। পরে নিখোঁজ থাকার ৯ দিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকার মেঘনা নদীর পাড়ে বস্তাবন্দি জামালের লাশ উদ্ধার করে পুলিশ।

গত ১৫ই অক্টোবর জেলার শ্রীনগর, লৌহজং ও সদর উপজেলায় অজ্ঞাতপরিচয় ৩ জনের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন সকালে ক্ষেতেরপাড়া এলাকা থেকে ১৩-১৪ বছরের এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন দুপুরে শহর উপকণ্ঠ কাঠপট্টি এলাকার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর (২২) লাশ উদ্ধার করে মুক্তারপুর নৌ ফাঁড়ি পুলিশ। একই দিন শ্রীনগরের কামারগাঁও এলাকায় পদ্মা নদীতে অজ্ঞাতপরিচয়ের আরও এক যুবকের (২২) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। গত ১৩ই অক্টোবর বিকালে শহরের উত্তর ইসলামপুর এলাকায় ধলেশ্বরী নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। গত ৪ঠা অক্টোবর ভোরে লৌহজংয়ের সাইনহাটি গ্রামের ডোবা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। নবজাতক সন্তানকে হত্যার পর লাশ গুম করার চেষ্টাকারী পিতা রাসেল (১৮)কে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

মানবজমিন

Leave a Reply