হুমায়ুন আজাদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

বহুমাত্রিক ও প্রথাবিরোধী লেখক, কবি, ঔপন্যাসিক, গবেষক ও ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. হুমায়ুন আজাদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালে আজকের দিনে জার্মানির মিউনিখ শহরে ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০০৪ সালে একুশে বইমেলায় হুমায়ুন আজাদের ওপর সন্ত্রাসী হামলা হয়। যার দায়িত্ব পরবর্তী সময়ে জমিয়াতুল মুজাহেদিনের জঙ্গি সন্ত্রাসবাদীরা স্বীকার করে। তার প্রথম কাব্যগ্রন্থ ‘অলৌকিক ইস্টিমার’ প্রকাশিত হয় ১৯৭৩ সালে। মূলত গবেষক ও প্রাবন্ধিক হলেও হুমায়ুন আজাদ ১৯৯০-এর দশকে একজন প্রতিভাবান ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করেন।

হুমায়ুন আজাদ মুন্সীগঞ্জ-বিক্রমপুরের ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন ১৯৪৭ সালের ২৮ এপ্রিল। তার পৈতৃক বাড়ি রাঢ়িখাল গ্রামে।

হুমায়ুন আজাদ রাঢ়িখালের স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন থেকে ১৯৬২ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬৪ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন ঢাকা কলেজ থেকে। মেধাবী ছাত্র হুমায়ুন আজাদ ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক এবং ১৯৬৮ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন। ১৯৭৬ সালে তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি লাভ করেন।

‘অলৌকিক ইস্টিমার’, ‘জ্বলো চিতাবাঘ’, ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ প্রভৃতি তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার প্রথম উপন্যাস ১৯৯৪ সালে ‘ছাপ্পানো হাজার বর্গমাইল’ প্রকাশিত হয়। ১৯৯৫ সালে প্রকাশিত ‘সবকিছু ভেঙে পড়ে’ বইয়ের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার পান। এছাড়া তার প্রবন্ধ, গবেষণা, স্মৃতিকথা, অনুবাদ, ভাষাবিজ্ঞান, শিশুসাহিত্যসহ প্রায় ৬০টি পাঠকনন্দিত বই রয়েছে।

=================

প্রথাবিরোধী লেখক হুমায়ূন আজাদের মত্যুবার্ষিকী

রবীন্দ্রনাথ-নজরুলের পর বাংলা সাহিত্যে যে ক’জন শক্তিমান সাহিত্যস্রষ্টার আর্ভিবাব ঘটে হুমায়ূন আজাদ তাদের অন্যতম। একাধারে কবিতা, উপন্যাস, সমালোচনা সাহিত্য, ভাষাতত্ত্বসহ সাহিত্যের প্রায় সব শাখাতেই তার উজ্জ্বল ও শক্তিমান উপস্থিতি। আর বহুমাত্রিক এ লেখকের ৮ম মৃত্যুবার্ষিকী।

কেবল ভাষা আর সাহিত্যেই নন, সমাজের, রাষ্ট্রের সর্বোপরি সমসাময়িক বিশ্ব নিয়ে তিনি ছিলেন অতি সচেতন, বিশ্ব নাগরিক হিসেবে রাজনীতি, অর্থনীতি ও সমাজের নানা বিকলাঙ্গতা নিয়ে তুলে ধরেছেন মতামত। সমাজে তা গ্রহণযোগ্য না হলেও তিনি তা প্রকাশ করেছেন অকপটে।

প্রথা বিরোধী লেখক হিসেবেই সমধিক পরিচিত হুমায়ূন আজাদ। ২০০৪ সালের এই দিনে জার্মানের মিউনিখে জার্মান কবি হাইনরিশ হাইনের উপর গবেষণারত অবস্থায় নিজ অ্যাপার্টমেন্টে রহস্যজনক মৃত্যু ঘটে তার।

সাহিত্যের অনেক শাখাতে উল্লেখযোগ্য অবদান রাখলেও বাংলাভাষাতত্ত্ব নিয়ে তার গবেষণা বিশেষ ভাবে স্মরণীয় করে রাখবে হুমায়ূন আজাদকে।

হুমায়ূন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে যুক্তরাজ্যের অঙ্গরাজ্য স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি লাভ করেন। তিনি চমস্কির সৃষ্টিশীল রূপান্তরমূলক ব্যাকারণ তত্ত্বের কাঠামোর আদলে বাক্যতত্ত্ব নিয়ে তার গবেষণা করেন।

বাংলাসর্বনামীয়করণ শিরোনামের হুমায়ূন আজাদের এই অভিসন্দর্ভ বাংলা ভাষার গবেষণাকে আধুনিক ভাষাবিজ্ঞানে রুপান্তর ঘটান। তার দুই খণ্ডের ‘বাঙলা ভাষা’ সংকলনটি বাংলা ভাষার ক্রমবিকাশে একটি অনন্য গ্রন্থ। ভাষাতত্ত্বের উপর তার মৌলিক গবেষণা একে একে বহু দিকে সম্প্রসারিত হয়।

ভাষাতত্ত্ব ছাড়াও বাংলাসাহিত্যের বিভিন্ন অঙ্গনে হুমায়ূন আজাদের উপস্থিতি অনেকটা ব্যতিক্রমী ও স্বকীয়। তার প্রথম কাব্যগৃন্থ ‘অলৌকিক ইস্টিমার’। ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’, ‘জ্বলো চিতাবাঘ’, ‘যতই গভীরে যাই মধু যতই গভীরে যাই নীল’, ‘কাফনে মোড়া অশ্রুবিন্দু’ ইত্যাদি উল্লেখযোগ্য।

ছাপ্পান্নো হাজার বর্গমাইল, রাজনীতিবিদগণ, শ্রাবণের বৃষ্টিতে রক্তজবা, ১০,০০০, এবং আরো একটি ধর্ষণ, একটি খুনের স্বপ্ন ও পাক সার জমিন সাদ বাদ তার উল্লেখযোগ্য উপন্যাস।

‘পাক সার জমিন সাদ বাদ’ প্রকাশিত হলে ২০০৪ সালে মৌলবাদীরা তার উপর সন্ত্রাসী হামলা চালায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যজস্বী অধ্যাপক হুমায়ূন আজাদকে বাংলা ভাষা ও সাহিত্যে অনন্য অবদানের জন্য বাংলা একাডেমী ২০১২ সালে একুশে পদক (মরনোত্তর) প্রদান করা হয়।

মৃত্যুর পর বিক্রমপুরের রাড়িখালে গ্রামের বাড়িতে সমাহিত করা হয় হুমায়ূন আজাদকে।

তথ্য সহায়তা: উইকিপিডিয়া ও বাংলাসাহিত্যের ইতিহাস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
================

আজ হুমায়ুন আজাদের অষ্টম মৃত্যুবার্ষিকী

প্রথাবিরোধী লেখক অধ্যাপক হুমায়ুন আজাদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের বাসায় যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। ওই বছরের ১২ আগস্ট জার্মানির মিউনিখ শহরে তিনি মৃত্যুবরণ করেন।

হুমায়ুন আজাদের জন্ম মুন্সিগঞ্জের রাঢ়িখাল গ্রামে। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তাঁর স্ত্রী লতিফা কোহিনুর, দুই মেয়ে মৌলি আজাদ, স্মিতা আজাদ এবং একমাত্র ছেলে অনন্য আজাদ।

তাঁর লেখা উপন্যাসগুলোর মধ্যে রয়েছে: ছাপ্পান্নো হাজার বর্গমাইল, সব কিছু ভেঙে পড়ে, মানুষ হিসেবে আমার অপরাধসমূহ, যাদুকরের মৃত্যু, একটি খুনের স্বপ্ন, কবি অথবা দণ্ডিত অপুরুষ, পাক সার জমিন সাদ বাদ। কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে: অলৌকিক ইস্টিমার, জ্বলো চিতাবাঘ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, আমি বেঁচে ছিলাম অন্যদের সময় ইত্যাদি। ভাষাবিজ্ঞান বইয়ের মধ্যে রয়েছে: বাঙলা ভাষার শত্রুমিত্র, বাক্যতত্ত্ব, বাঙলা ভাষা (প্রথম ও দ্বিতীয় খণ্ড), তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। এ ছাড়া লিখেছেন কিশোর সাহিত্য ও সমালোচনামূলক গ্রন্থ।

হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদ গতকাল শনিবার প্রথম আলোকে জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে লেখকের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের রাঢ়িখালে শিশুদের আবৃত্তি ও ছবি আঁকার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রথম আলো

Leave a Reply