শনিবার মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে এক সিবোট ডুবির ঘটনা ঘটেছে। ঢেউয়ের আঘাতে সিবোটের তলা ফুটো হয়ে গেলে বোটটি উল্টে পদ্মায় ডুবে যায়। এ সময় সিবোটটিতে ১৩ জন যাত্রী ছিল।এর মধ্যে কম পক্ষে ৭ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।
মাওয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই খন্দকার খালিদ হাসান জানান, কাওড়াকান্দি থেকে ১৩ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি সিবোট দুপুর সাড়ে ১২ টার দিকে পদ্মার লৌহজং-মাগুরখন্ড চ্যানেলের নিকট ডুবে যায়।প্রচন্ড ঢেউয়ের আঘাতে সিবোটটির তলা ফুটো হয়ে গেলে সিবোটটি উল্টে ডুবে যায়।এসময় খবর পেয়ে মাওয়া ঘাট থেকে কয়েকটি সিবোট গিয়ে যাত্রীদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে বলে তিনি দাবি করেন। তবে সিবোটরি মালিকের নাম তিনি জানাতে পারেননি।ঘটনার খবর পেয়ে তিনি ঘাটে আসলেও সিবোটি কিভাবে উদ্ধার হয়েছে তাও তিনি জানাতে পারেনি।
তবে ঘাট সূত্রে জানা যায়, সিবোটটি কয়েক কি.মি. দূরে পদ্মা পারের কুমারভোগ গ্রামের নিকট উদ্ধার করেছে মালিক পক্ষ। ঘাট সূত্র আরো জানায়, সিবোটের ৭ জন আহত যাত্রীকে ঘাটে দেখা গেলেও পুলিশ প্রশাসন তাদেরকে কোন প্রকার সহযোগিতা না করে তরিঘড়ি করে ঘাট এলাকা ছাড়তে বাধ্য করে।সূত্রটি বলছে একই পরিবারের ৫ জন যাত্রী সিবোটটিতে থাকলেও একজন মহিলা ও একিট শিশু নিখোজ রয়েছে। তবে এর ¯^c‡¶ এখনও কোন জোড়ালো প্রমান পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply