মুন্সীগঞ্জে বখাটে পুত্রের বিরুদ্ধে পিতার মামলা

শেখ মো.রতন: জোড় পুর্বক সম্পত্তি দখলের করার প্রচেষ্টার কারনে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় শনিবার পিতাকে আটক করে কুপিয়ে গুরুতর জখম ও হত্যা চেষ্টার অভিযোগে পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেলার টঙ্গীবাড়ী থানায় পিতা চানঁ মিয়া শেখ বখাটে পুত্র মো. জামাল শেখের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব আলদী গ্রামের বখাটে পুত্র মো. জামাল শেখ দির্ঘদিন যাবৎ সম্পত্তির দাবীতে পিতা চানঁ মিয়া শেখকে নির্যাতন করে আসছে। গত ৯ই আগষ্ট পিতা চানঁ মিয়া শেখকে নির্জন বাড়িতে একা পেয়ে পুত্র জামাল শেখ তাকে নিজ ঘরে আটক করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলে। এতে চানঁ মিয়া রাজি না হলে পুত্র জামাল তার পায়ে ধারলো কুড়াল দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোক এগিয়ে আসলে জামাল পালিয়ে যায়। পরে এলকাবাসী চাঁন মিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
পরে বখাটে পুত্র মো. জামাল শেখের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন অসহায় পিতা।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply