মুন্সীগঞ্জে পুলিশ বিধিবহির্ভূতভাবে গণহারে সিএনজিচালিত স্কুটার রিকুইজিশনের নামে বেপরোয়া চাঁদাবাজিতে মেতে উঠেছে। সরকারি প্রয়োজন ছাড়াও পুলিশের ব্যক্তিগত কাজেও রিকুইজিশনকৃত যান ব্যবহার করছে তারা অহরহ। গাড়ি রিকুইজেশনের কোনো নিয়মনীতিই মানছেন না মুন্সীগঞ্জ জেলার ৬টি থানার পুলিশ অফিসাররা। পুলিশের কাজে ব্যবহারিত সিএনজিগুলোতে নিজের টাকায় গ্যাস ভরতে হচ্ছে খেটে খাওয়া দিনমজুর চালকদের। এতে এর সঙ্গে জড়িত দরিদ্র চালক এবং মালিকরা পড়েছে বিপাকে।
জানা গেছে, রিকুইজিশন আইনের কিছুই তোয়াক্কা করছে না মুন্সীগঞ্জ জেলার পুলিশ। যখন ইচ্ছে স্কুটার ধরে নিয়ে যাচ্ছে থানায়। সকাল ১০টা থেকে বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে বসে সিএনজি রিকুইজেশনের নামে চালকদের কাছ থেকে রেখে দেওয়া হচ্ছে গাড়ির কাগজপত্র। বলে দেওয়া হয় রাতে গ্যাস ভরে নিয়ে এসে ডিউটি করে সকালে কাগজ নিয়ে যাবে। এতে রাজি না হলে বকশিশ নিয়ে তাদের কাগজপত্র ছাড়িয়ে নিতে হয়। এ কারণেই পুলিশের ভয়ে সিএনজিচালকরা তাদের নিজ পারিশ্রমিকের টাকায় গ্যাস কিনে পুলিশের আসামি ধরার কাজে ব্যবহৃত হচ্ছে। রিকুইজিশনের নামে রাস্তা থেকে যানগুলো তুলে নিয়ে গেলেও রিকুইজিশনের নির্ধারিত সরকারি কাগজ পর্যন্ত দেওয়া হচ্ছে না। এতে সিএনজিচালিত স্কুটারের মালিক ও চালকরা আতঙ্কগ্রস্ত।
সিএনজিচালিত স্কুটারের মালিক পাঁচ ঘড়িয়াকান্দিও বাবু মিয়া জানান, এ পর্যন্ত তার গাড়ি বেশ কয়েকবার রিকুইজিশন করা হয়েছে। কিন্তু তাকে গ্যাসের খরচটা পর্যন্ত দেওয়া হয় না। তাছাড়া অনেকবার তিনি কিছু বকশিশ দিয়ে তার গাড়ি রিকুইজিশন থেকে রক্ষা করেছে।
মুন্সীগঞ্জ জেলা শহরের লাইনম্যান ও জেলা অটোরিকশা শ্রমিক লীগ নেতা আবুল কালাম জানান, প্রতিনিয়ত তার কাছে এখানকার অটোরিকশা চালকরা অভিযোগ করেন যে তাদের গাড়ি রিকুইজিশনের নামে এখানে বেপরোয়া চাঁদাবাজি হচ্ছে।
ডেসটিনি
Leave a Reply