ইসমাইল খন্দকার: সিরাজদিখান থানার উদ্দ্যেগে রবিবার দুপুরে ওপেন হাউজ ডে পালিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো: শাহাবুদ্দিন খান ডিপিএম। বিশেষ অতথি হিসাবে উপস্থিত ছিলেন সার্কেল সহকারী পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম।
সভায় এলাকার আইন শৃংখলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনা সভায় এলাকার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্বা, পুুলিশিং কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মাদকদ্রব্য, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ, ভুয়া ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, প্রফেসর গিয়াস উদ্দিন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, রসুনীয়া ইউপি চেয়ারম্যান, ইকবাল হোসেন, বয়রাগাদি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সোহাগ, ডা. রনবীর ঘোষ, সিরাজদিখান প্রেস কাব সভাপতি সামসুজ্জামান পনির, সিরাজদিখান ছাত্রলীগ সম্পাদক মাসুম রেজা প্রমূখ।
টাইমস্ আই বেঙ্গলী
Leave a Reply