হরকাতুল জিহাদের সদস্যকে প্রধান আসামী করে টঙ্গীবাড়ী থানায় ইয়াদ আলী হত্যা মামলা

ইয়াদ আলী শেখ নিহত হওয়ার ঘটনায় শনিবার টঙ্গীবাড়ী থানায় হরকাতুল জিহাদের সদস্য রুমানকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যান্য আসামীরা হলো তোফাজ্জল শেখ, মতি, হোসেন শেখ, মোকলেছ ও পুনাই শেখ। মামলা রুজু হওয়ার পর এলাকা পুরুষশূণ্য হয়ে পড়েছে কেউ গ্রেফতার হয়নি।। মামলার বাদী ইয়াদ আলীর পুত্র মিলন জানায় প্রধান আসামী রুমান হরকাতুল জিহাদের একজন সদস্য। সে তার পিতাকে পূর্ব পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে। এলাকাবাসি জানিয়েছে রুমান মাদ্রাসায় লেখাপড়া করা অবস্থায় নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িয়ে পড়ে। কিছু দিন পর পর এলাকায় এসে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আতংক সৃষ্টি করে।

বৃহস্পতিবার রুমান বাহিনী উপজেলার দোরাবতী গ্রামের ইয়াদ আলী শেখ এর ওপর হামলা চালায়। মারাত্মক আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকাল ৪ টায় সে মারা যান। শুক্রবার বলই ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইয়াদ আলীর নামাজে জানাজায় শরীক হয়ে সন্ত্রাসী জঙ্গিবাদ খুনি রুমানের বিচারের দাবী জানিয়েছে শত শত লোক। পরে এলাকার শত শত নারী পুরুষ রাস্তায় নেমে আসে।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply