সাত মাস বিরতির পর নতুন করে কাজ শুরু করেছেন সায়না। তাঁর অভিনীত ‘কলেজ’ নামে একটি ধারাবাহিকও প্রচারিত হচ্ছে। ঈদের পর নতুন চলচ্চিত্র ও বিজ্ঞাপনে কাজ করবেন তিনি। হঠাৎ আড়াল হওয়া এবং নতুন করে ফিরে আসা প্রসঙ্গে তিনি কথা বলেছেন সুদীপ কুমার দীপের সঙ্গে
মাস সাতেক মিডিয়ার আড়ালে ছিলেন।
মিডিয়ার আড়াল বলতে হয়তো বোঝাতে চেয়েছেন কোনো কাজ করিনি, তাই? তবে আমার যাঁরা শুভাকাঙ্ক্ষী তাঁদের সঙ্গে কিন্তু নিয়মিত যোগাযোগ রেখেছিলাম; হাই-হ্যালো হতো সব সময়।
সাতটি মাস কী করলেন?
দেশের ভেতর বিভিন্ন জায়গায় ঘুরলাম। কক্সবাজার, রাঙামাটি, সিলেটসহ মনোরম সব পরিবেশে সময় কাটালাম। নিজেকে নতুন করে আবিষ্কার করলাম এই সাত মাসে।
‘কলেজ’ ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে। সাড়া পাচ্ছেন কেমন?
ভালোই সাড়া পাচ্ছি। আসলে এই ধারাবাহিকটি প্রচারের পর থেকে বুঝতে পারছি আমার ভক্ত-অনুরাগীর সংখ্যা আগের চেয়ে আরো বেড়েছে। ভাবছি, এখন আর তাদের ঠকানো উচিত হবে না।
ঈদে কোনো কাজ করলেন না কেন?
ওই যে বললাম, আমার ভক্তদের ঠকাতে চাই না। ভালো মানের কাজের প্রস্তাব না এলে কিভাবে করব? সবাই আমার কাছে সেই একই রকম ভাঁড়ামি কিংবা রোমান্টিক গল্পের নাটক নিয়ে আসেন; কিন্তু আমি তো সিরিয়াস কাজ করতে চাই।
‘মেহেরজান’-এর পর আর কোনো ছবিতেও কাজ করলেন না, এর কারণও কি তাই?
বলতে পারেন তাই-ই। আমি কোনো দিনই হরদম কাজ করতে চাইনি। চেয়েছি ভালো কিছু কাজের মাধ্যমে নিজের জায়গাটা করে নিতে। আসলে আমি সংখ্যায় নই, মানে বিশ্বাসী।
শুনলাম, সম্প্রতি কয়েকটি নতুন ছবির প্রস্তাব পেয়েছেন।
হ্যাঁ, তবে এখনই কাউকে সিদ্ধান্ত জানাইনি। ঈদের পরই সব কিছু চূড়ান্ত করব। হয়তো ছোট পর্দায়ও দু-একটি কাজ শুরু করব।
‘এক জীবন’ গানটির ভিডিওচিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন, আর করলেন না কেন?
আসলে ওই ধরনের আর কোনো কনসেপ্টই পাইনি। যদি পাই তাহলে তো করবই।
কালের কন্ঠ
Leave a Reply