টাওয়ারের ব্যাটারী চোর সিন্ডিকের সর্দার গ্রেফতার

মুন্সীগঞ্জ শহরের বাজারস্থ জুবলী রোড থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ২টি পিকআপ-ভ্যান ও ৮টি বাংলা লিংক টাওয়ারের ব্যাটারী আটক সহ চুরির সাথে জড়িত রুবেল (২৬) আমিন হোসেন সিকদার (২৮) কে হাতে নাতে গ্রেফতার করে করেছে সদর থানা-পুলিশ । আমিন হোসেন সিকদার আন্তঃজেলা ব্যাটারী চোর সিন্ডিকেটের সেকেন্ড ইন-কমান্ড বলে পুলিশ জানায়। তার সহযোগি রুবেল গাড়ি চালক।

চোরাইকৃত ব্যাটারীর মূল্য আনুমানিক ২লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ব্যাটারি চোর সিন্ডিকেট সর্দারকে চোরাইকৃত মালামালসহ আটক করতে সক্ষম হয়। সদর উপজেলার খাসকান্দি এলাকার বাংলালিংক টাওয়ার থেকে ৮টি ব্যাটারী চুরি করে ঢাকা ফেরার পথে শহরের জুবলি রোডে তারা গ্রেফতার হয়।

শেখ মো.রতন: টাইমস্ আই বেঙ্গলী

================

মুন্সীগঞ্জে আন্ত:জেলা সিন্ডিকেটের চোর গ্রেফতার

মুন্সীগঞ্জ বাজারস্থ জুবলী রোড থেকে ২টি পিকাপভ্যান ও বাংলা লিংক টাওয়ারের ৮টি ব্যাটারী সহ আন্ত:জেলা চোর সিন্ডিকেটের সদস্য রুবেল (২৬) আমিন হোসেন সিকদারকে (২৮) গ্রেফতার করে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টায় এগুলো উদ্ধার করা হয়। আমিন হোসেন সিকদার আন্তজেলা ব্যাটারী চোর সিন্ডিকেটের সেকেন্ড ইন কমান্ড। সহযোগি রুবেল গাড়ি চালক। উদ্বার হওয়া ব্যাটারীর মূল্য আনুমানিক ২লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার উপ পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি টিম ব্যাটারি চোর সিন্ডিকেট সর্দারকে পিকআপ ভ্যান মালামালসহ আটক হয়। তারা সদর উপজেলার খাসকান্দি এলাকার বাংলালিংক টাওয়ার থেকে ৮টি ব্যাটারী চুরি করে ঢাকা ফেরার পথে শহরের জুবলি রোড দিয়ে যাচ্ছিল। তিনি আরও জানান, এ ঘটনায় সদর থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলা ২৪ বিডি নিউজ
=============

মুন্সীগঞ্জে পিকআপ ভ্যান-টাওয়ারের ব্যাটারিসহ আটক ২

মুন্সীগঞ্জ বাজারের জুবলী রোড থেকে ২টি পিকআপ ভ্যান ও বাংলালিংক টেলিকম টাওয়ারের ৮টি ব্যাটারিসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মালামালসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- আন্তঃজেলা চোর সিন্ডিকেটের সদস্য রুবেল (২৬) এবং আমিন হোসেন সিকদার (২৮)।

আমিন হোসেন সিকদার আন্তঃজেলা ব্যাটারি চোর সিন্ডিকেটের সেকেন্ড-ইন-কমান্ড। সহযোগী রুবেল গাড়ি চালক।

সদর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, তারা সদর উপজেলার খাসকান্দি এলাকার বাংলালিংক টাওয়ার থেকে ৮টি ব্যাটারি চুরি করে ঢাকা ফেরার পথে শহরের জুবলি রোড দিয়ে যাওয়ার সময় পুলিশের একটি দল ২টি পিকআপ ভ্যান ও ৮টি বাংলালিংক টাওয়ারের ব্যাটারিসহ তাদের আটক করে।

এ ঘটনায় সদর থানায় মামলা রুজু হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
======================

Leave a Reply