সিরাজদিখানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০ দোকান উচ্ছেদ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বাজারের ফুটপাত থেকে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় সিরাজদিখান উপজেলার ইউএনও মো. আবুল কাশেমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। এছাড়া বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে মোটরসাইকেলের ২ আরোহী এবং ওজনে কম দেওয়ার অপরাধে বাজারের ৪ দোকানদারকে জরিমানা করা হয়েছে।

পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে সিরাজদিখান উপজেলা সদরের প্রধান বাজারে ফুটপাত দখল করে ৩০টি অবৈধ দোকান গড়ে উঠে। এতে ভ্রাম্যমান আদালত ফুটপাতের ওই দোকানগুলো উচ্ছেদ অভিযানে নামে। একই সময়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে ২ আরোহীকে ৬’শ টাকা ও ক্রেতাকে ভোগ্য সামগ্রী মেপে দেওয়ার সময় ওজন কম দিলে বাজারের ৪ জন দোকানদারকে আড়াই’শ টাকা করে এক হাজার টাকা জরিমানা করা হয়।

জাস্ট নিউজ

Leave a Reply