মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতলা বাজারে ১৫ আগষ্ট বুধবার দুপুরে গ্রামীন ফোনের অফিসে দুবৃত্তরা হামলা চালিয়ে ২ জনকে রড পেটা করেছে। এতে আহত অবস্থায় গ্রামীন ফোন অফিসের কর্মকর্তা স্বপন খান ও আতিক খান গুরুতর আহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় নজু মাদবর ও জুয়েল মাদবরের নেতৃত্বে ৬-৭ জনের একটি দুর্বৃত্ত গ্র“প এ হামলা চালায়।
এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে গ্রামীন অফিসে কে বা কারা চুরি সংঘটিত করে। স্থানীয় কতিপয় লোককে চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহ করে সিরাজদিখান থানায় অভিযোগ জানালে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্ত গ্র“পটি এ হামলা চালায় বলে দাবি করেন গ্রামীন ফোন তালতলা বাজার অফিসের সত্বাধিকারী আবুল কাশেম খান। তিনি দাবি করেন মঙ্গলবার দিবাগত গভীর রাতে অফিস কক্ষের তালা ভেঙ্গে আনুমানিক ১৩ লাখ টাকার মোবাইল কার্ড চুরি করে নেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় সিরাজদিখান থানায় বুধবার দুপুরে অভিযোগ দায়ের করা হয়েছে। রড পেটায় আহত ২ জনকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply