সুগন্ধা পরিবহনের পটুয়াখালী দশমিনার যাত্রী মনির। সাড়ে ৩শ’ টাকা ভাড়া হলেও দিয়েছি ৫শ’ টাকা। মাওয়া ঘাটে বেলা ১২টার দিকে তিনি জানান, সকাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ লাইনে ঘাটে আটকে থেকে ফেরির অপেক্ষায় রয়েছি। কখন বাড়ি যাবো জানি না। ফেরিতে শুধু ছোট গাড়িগুলোই আগে পার করছে।
তিনি অভিযোগ করে বলেন, সিটিং সার্ভিসে গুলিস্তান থেকে এ রুটের ভাড়া ৬০ টাকা নির্ধারিত হলেও বুধবার প্রায় সবগুলো পরিবহনেই দাঁড়িয়েও ১শ’টাকা করে আদায় করা হয়েছে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার মাওয়া ফেরীঘাটে ঘরমুখো মানুষের এমনই হাজারো বিড়ম্বনার দৃশ্য চোখে পড়ে। পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র দু’-তিনদিন বাকি থাকতেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষের ঢল নেমেছে মাওয়া ফেরিঘাটে।
ভোররাত থেকে থেকেই ৫-৬ শতাধিক যাত্রীবাহী যানবাহনের চাপে মাওয়া ঘাটে ফেরির টার্মিনাল উপচে মহাসড়কে প্রায় ২-৩ কিলোমিটার লম্বা লাইন তৈরি হতে থাকে। এ সময় বেলা বাড়ার সাথে সাথে ফেরি পারাপার না হতে পেরে যানজট আরো বাড়তে থাকে। বিকেল সাড়ে ৪টায় মাওয়া ঘাটে কোন যানজট না থাকলেও এ সময় যাত্রীবাহী যানবাহনসহ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ লাইনে থাকা ট্রাক পারাপার শুরু করে ফেরি কর্তৃপক্ষ। তবে ছোট-ছোট যানবাহনের চাপে সকাল ১১টা পর্যন্ত মাত্র ৪টি যাত্রীবাহী বাস পারাপারে সক্ষম হয়।
সন্ধা্যার পর ও বৃহস্পতিবার ভোর থেকে আবার মাওয়া ঘাটে যানবাহনের চাপ বাড়তে পারে বলে একাধিক মহল মনে করছে।
ঈদ উপলক্ষে মাওয়া ফেরি বহরে মোট ১৫টি ফেরি চলাচল করলেও মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে নব্যতা সঙ্কটের কারণে হুমকির মুখে পড়েছে ফেরিসহ সকল নৌযান।
জাস্ট নিউজ
Leave a Reply