মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ডুবোচর
দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে পদ্মায় নাব্যতা ফিরিয়ে আনতে ডুবোচরের পলি অপসারণের লক্ষ্যে ড্রেজিং কাজে ঈদের পরপরই নামছে সেনাবাহিনী। ভরা বর্ষায় মাঝ পদ্মায় অসংখ্য ডুবোচর জেগে ওঠায় নাব্যতা সংকটের মুখে পড়ে মাওয়া-কাওড়াকান্দি নৌরুট। আপাতত ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন পারাপারে শনিবার বিকেলে নৌরুটের একটি পয়েন্টে ডুবোচরের পলি অপসারণে ড্রেজিং শুরু করেছে বিআইডবি্লউটিএ।
নৌরুটের কবুতরখোলা পয়েন্টে শনিবার বিকেল ৩টায় বিআইডবি্লউটিএর ড্রেজার-১৩৬, ড্রেজার কর্ণফুলী ও ড্রেজার-১৩৮ নামে পৃথক তিনটি ড্রেজার দিয়ে ডুবোচরের পলি অপসারণে ড্রেজিং শুরু করা হয়েছে। ঈদের সময় নৌরুটের নাব্যতা স্বাভাবিক রাখতে এ ড্রেজিং কাজ শুরু করা হলেও ঈদের পরপরই মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে পদ্মায় ড্রেজিং কাজে নামতে যাচ্ছে সেনাবাহিনীর আরইবি টিম। গতকাল রোববার বিকেলে মাওয়ার বিআইডবিল্গউটিএ কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এ লক্ষ্যে গত বৃহস্পতি ও শুক্রবার সেনাবাহিনীর রিভার ইন ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের (আরইবি) সেনা অফিসার কর্নেল মাহবুব, বিআইডবিল্গউটিএর সার্ভে হাইড্রোগ্রাফি টিম ও ড্রেজিং ইউনিটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নৌরুটে জরিপ পর্যালোচনা করেন। এর আগে ২৯ জুলাই বিআইডবিল্গউটিএর সহকারী পরিচালক এসএম আলী আজগর নৌরুটে জরিপ পর্যবেক্ষণ করেন। একটি টিম রানিং চ্যানেলটি পর্যবেক্ষণ করে।
মাওয়া বিআইডবিল্গউটিসির ম্যানেজার (মেরিন) আবদুস সোবহান জানান, মাওয়ার কাছে কবুতরখোলা পয়েন্টে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে, কাউলিয়রচর পয়েন্টে ২-৩ কিলোমিটার এলাকা ও চ্যানেলের ১১ কিলোমিটার অদূরে হাজরা পয়েন্টে কয়েকটি ডুবোচরের অস্তিত্ব পাওয়া গেছে। প্রতিদিন আসা পাহাড়ি ঢলের সঙ্গে পলি জমে নৌ-চ্যানেলে সৃষ্ট ডুবোচর ক্রমাগত বিস্তৃত হচ্ছে। রমজানের শুরুতে পদ্মায় এসব ডুবোচরের অস্তিত্ব পাওয়া যায়। এ অবস্থায় ঈদের আগে নৌরুটে দক্ষিণবঙ্গের যাত্রী পারাপারে ফেরি সার্ভিস সচল রাখা হুমকির মুখে পড়েছে। ডুবোচরঘেঁষে চলাচল করতে গিয়ে সম্প্রতি এ নৌরুটে ২০০ যাত্রীবোঝাই এমএল সাথী নামের একটি লঞ্চের তলা ফেটে যায়। এ সময় চালক মাঝ পদ্মায় একটি চরে লঞ্চটি ভিড়াতে সক্ষম হলে লঞ্চডুবির হাত থেকে যাত্রীরা প্রাণে বেঁচে যান। তারও আগে একদিনের ব্যবধানে নৌরুটের কাউলিয়রচর পয়েন্টে রো রো ফেরি শাহ মখদুম ও ফেরি রানীগঞ্জ ডুবোচরে আটকা পড়ে। অল্প সময়ের মধ্যে দুটি ফেরিই ডুবোচরে আটক অবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পান ৫ শতাধিক যাত্রী।
সমকাল
Leave a Reply