কাজী দিপু: মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ডুবোচর আতঙ্ক বিরাজ করছে ঈদে ঘরে ফেরা মানুষের মধ্যে। কখন যেন ডুবোচরে ফেরি অথবা লঞ্চ আটকে যায় এ আশঙ্কা জেঁকে বসেছে যাত্রীদের মনে।
মঙ্গলবার মাওয়া-কাঁঠালবাড়ি নৌরুটে যানবাহন ও যাত্রী নিয়ে একটি ফেরি পদ্মার মাঝখানে ডুবোচরে আটকে থাকে ৮ ঘণ্টা। এ সময় দুর্ভোগ পোহাতে হয় ঘরমুখি যাত্রীদের।
এছাড়া আটকে পড়া ফেরি উদ্ধার করতে আসা ৪টি আইটি ফেরির মধ্যে বুধবার ২টি ফেরি বিকল হয়ে গেছে । ফলে দিনভর ঢাকা-মাওয়া মহাসড়কে দীর্ঘ যানজটের চিত্র সৃষ্টি হয়। সারাদিনই শত শত যানবাহন যানজটে আটকে থাকে।
এদিকে, সচল থাকা উদ্ধারকারী অপর দুটি আইটি ফেরি এমডি এরাবিয়ান ও এমডি ইরান পদ্মার প্রবল স্রোতের বিপরীতে চলাচল করতে পারছে না। ফলে ঈদের আগে ডুবোচরে ফেরি আটকা পড়ার আশঙ্কায় ফেরিগুলো কম যানবাহন বোঝাই করে নৌরুট পাড়ি দিচ্ছে।
বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার এস এম আশিকুজ্জামান বাংলানিউজকে জানান, মাওয়া-কাওড়াকান্দি ও মাওয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মাঝ পদ্মায় কবুতরখোলা পয়েন্টে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে, কাউলিয়রচর পয়েন্টে ২ থেকে ৩ কিলোমিটার এলাকায় ও চ্যানেলের ১১ কিলোমিটারের মধ্যে হাজরা পয়েন্টে বেশ কয়েকটি ডুবোচরের অস্তিত্ব পাওয়া গেছে।
অন্যদিকে, পদ্মায় নাব্যতা সংকট ও ডুবোচরে ফেরি আটকা, উদ্ধারকারী ২টি আইটিই বিকল ও সারাদিন ঘরমুখি যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করেছেন মাওয়ায় যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বরত জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল লৌহজং) সাইফুল ইসলাম।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply