মাওয়া ঘাটে ইউএনওর গাড়ি ভাঙচুর: ৭ যুবলীগ কর্মী আটক

মাওয়া সীবোট ঘাটে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৭ যুবলীগ কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বেলা ১২টার দিকে পুলিশ তাদের আটক করে।

আটক নেতাকর্মীরা হলেন- মেদেনীমন্ডল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল খান, যুবলীগ কর্মী সুমন বেপারী, মিন্টু মাদবর, খলিল বেপারী, শামীম খান, সজল মিয়া ও জামান খান।

এদের মধ্যে সজল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বাংলানিউজকে জানান, সীবোটে অতিরিক্ত ভাড়া আদায়কারীকে আটকের জের ধরে লৌহজং-এর ইউএনও’র গাড়িতে হামলা চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ যুবলীগ কর্মীকে আটক করা হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply