ইউএনও লাঞ্ছিত, গাড়ি ভাংচুর ও চালক আহত

ঈদে ঘরমুখো সিবোট যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে বাধ সাধলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়াঘাটে বৃহস্পতিবার সকালে ইজারাদার কর্মীদের হামলায় ইউএনও লাঞ্ছিত, গাড়ি ভাংচুর ও চালক আহত হয়েছে। মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে মাওয়া অংশে সিবোটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে লৌহজং উপজেলার ইউএনও বাধা দিলে সকাল ১০টার দিকে ইজারাদারের নিযুক্ত কর্মীরা এ হামলা চালায়। এতে লৌহজং উপজেলার ইউএনও সাইফুল ইসলাম লাঞ্ছিত হন।

এছাড়া ইটপাটকেল ছুড়ে তার গাড়ির কাঁচ ভাংচুর করা হয়। এ সময় গাড়ির চালক আতাউর রহমান আহত হন। ঘটনার পর পুলিশ সিবোট ঘাট থেকে মেদেনীমণ্ডল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল খানসহ ৬ জনকে আটক ও যুবলীগ সদস্য সজলকে ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন।

সিবোটে অতিরিক্ত ভাড়া আদায় করার জের ধরে ইউএনও সাইফুল ইসলাম ইজারা আদায়কারী সজল নামে এক কর্মীকে আটক করে। এ ঘটনায় ইজারা আদায়কারী অপর কর্মীরা ইউএনও’র উপর চড়াও হয় বলে মাওয়া অংশের জেলা পরিষদের নিযুক্ত ইজারাদার হামিদুল ইসলাম জানান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আটক করা ইজারা কর্মীকে জোরপূর্বক ছাড়িয়ে নেওয়ার প্রচেষ্টাকে কেন্দ্র করে ইউএনও সাইফুল ইসলাম ও ইজারাদার কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলে এক পর্যায়ে ইজারাদারের কর্মীরা ইউএনওর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তাকে লাঞ্ছিত করা হয়। ইটপাটকেল নিক্ষেপে গাড়ির চালক আতাউর আহত হন বলে দাবি করেন ইউএনও সাইফুল ইসলাম।

তিনি বলেন, মাওয়া অংশ থেকে নৌরুট পারাপার হতে সিবোটের প্রতি যাত্রীদের কাছ থেকে ঈদ সামনে রেখে ১৩০ টাকার স্থলে ২শ’ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছিল। ঘটনার পর জেলা পরিষদের ইজারাদার হামিদুল ইসলাম ও তার কর্মীরা ইজারা আদায় বন্ধ করে পালিয়ে গেছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। আহত অবস্থায় ইউএনওর গাড়ির চালক আতাউরকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জাস্ট নিউজ

========================

মাওয়া ঘাটে ইউএনওর গাড়ি ভাঙচুর, আটক ৮

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের মাওয়া সিবোট ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় ১ জনকে আটক করা হয়। এর জের ধরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় যুবলীগ নেতা ও ঘাট ইজারাদার হামিদুল ইসলামের লোকজন। এঘটনায় আরও ৭ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় ইজারাদারের লোকজন ইউএনওর গাড়ি ভাঙচুর ও চালক আতাউরকে মারধর করে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘাট এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও ৭ জনকে আটক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘাটে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ১৩০ টাকার পরিবর্তে ২শ’ টাকা করে সিবোট ভাড়া আদায় করার সময় লৌহজংয়ের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল এক ব্যক্তিকে আটক করলে ইজারাদারের লোকজন ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়।

বিষয়টি নিশ্চিত করে লৌহজং ইউএনও মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের সময় ইজারাদারের নিয়োগকরা এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হলে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

এদিকে, দক্ষিণবঙ্গের যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে মাওয়া ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের দল অবস্থান করছেন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে ঘাট ইজারাদার ও স্থানীয় যুবলীগ নেতা হামিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সিবোট মালিক ও শ্রমিকরা বেশি ভাড়া আদায় করলে তাদের আটক না করলেও প্রশাসনের লোকজন আমাদের এক লোককে আটক করে।এতে লোকজন ক্ষুব্দ হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করলে ইউএনওর গাড়ির গ্লাস ভেঙে যায় এবং চালক আহত হন।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে মাওয়া সিবোট ঘাটের কাউন্টার বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বাংলানিউজকে জানান, হামলার ঘটনায় এ পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান ওসি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply