লৌহজং উপজেলার পালগাঁও গ্রামের জমিলা খাতুন (৯০) নামের এক বৃদ্ধাকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় আল আমিন (২২) নামের এক বখাটেকে আটক করেছে। লৌহজং থানার ওসি মো. আব্দুল মালেক জানান, বুধবার বেলা ১১টায় বাড়ির পাশে পুকুর পারে এই বৃদ্ধিার লাশ পাওয়া যায়।
পরে জানাজানি হয়- বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেইন নেয়ার জন্য তাকে এর ঘন্টা খানেক আগে হত্যা করে। এই অভিযোগে একই গ্রামের রঞ্জিত মল্লিকের পুত্র নেশাগ্রস্ত আলআমিনকে আটক করা হয়েছে। মরহুম রোস্তম হাওলাদারের স্ত্রী জমিলা খাতুন একা বাড়িতে থাকতেন। ঘটনা তদন্তে ওসি রাত পৌনে ৮টায় ঘটনাস্থলে রওনা হয়েছেন।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply