সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনকে হাসপাতালে দেখে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১২ অগাস্ট থেকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম।
বৃহস্পতিবার দুপুরে তার কাছে যান মির্জা ফখরুল। চিকিৎসকদের কাছ থেকে মোয়াজ্জেমের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন তিনি। এ সময় কিছু সময় তার পাশে কাটান ফখরুল।
এক সময়ের আওয়ামী লীগ নেতা শাহ মোয়াজ্জেম হোসেন এরশাদ সরকারের আমলে উপপ্রধানমন্ত্রী ছিলেন। পরে বিএনপিতে যোগ দেন তিনি।
এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আগেও বিএনপিতে ছিলেন মোয়াজ্জেম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Leave a Reply