সিরাজদিখানে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাফিল

ইসমাইল খন্দকার: দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির শীর্ষ নেতারা ছাড়াও, শিল্পপতি ও বিশিষ্ট ব্যবসায়ী, এবং জাতীয় দৈনিকের বিভিন্ন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিরা এতে শরিক হন। এর আগে ইফতার এবং দোয়া মাহফিলে উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আঃ হাকিম হাওলাদার অনুষ্ঠানের প্রধান বক্তা বলেন, ইসলাম শান্তির ধর্ম। রমজান হচ্ছে মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস।

এ মাসে আমরা সংযমী হওয়ার শিক্ষা গ্রহণ করি। তিনি এ সময় দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ লতিফ হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা জাতীয় পার্টির সদস্য শরি প্রধানের পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সিরাজদিখান উপজেলা আয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ বখতিয়ার উদ্দিন খান ইকবাল, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক সৈয়দ মিজানুর রহমান হিমু, মুন্সীগঞ্জ জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহম্মেদ, সিরাজদিখান উপজেলা যুবসংহতির সদস্য মোঃ জসিম মুন্সি, মো:কামাল হোসেন, মো:আলী হোসেন, প্রফেসর গিয়াসউদ্দিন মিয়া, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:ইকবাল হোসেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply