বিক্রমপুরের মেয়ে নূপুর আজিজের সঙ্গে এক বছর প্রেম। এর পরই ২০০৯ সালে বিয়ে। এতোদিন ঈদ ছিল এনামুল হক জুনিয়র ও নূপুর আজিজের এদিক-ওদিক ঘুরে বেড়ানো। ঈদের আনন্দ ছিল শুধুই দু’জনার। তবে এবার এনামুলের ঈদের খুসি যে দ্বিগুণ হয়েছে। কারণ তাদের ঘর আলো করে ৭ই জুলাই এসেছে এলিজা এনাম। তাদের প্রথম কন্যাসন্তান। মা, স্ত্রী আর কন্যাকে নিয়ে এনামুল ঈদ উদযাপন করবেন নিজ শহর সিলেটে। আর তার এবারের দ্বিগুণ খুশির ঈদ নিয়ে কথা বলেছেন মানবজমিন-এর স্পোর্টস রিপোর্টার ইশতিয়াক পারভেজের সঙ্গে। তার চুম্বক অংশ তুলে ধরা হলো-
প্রশ্ন: দু’জন ছিলেন এবার তিন জন। কেমন কাটবে অপনার ঈদ?
এনামুল জুনিয়র: আসলে আমার এবার দ্বিগুণ খুশির ঈদ হবে। কারণ আগেতো দু’জন ছিলাম এবার আমাদের বেবি আছে সঙ্গে। তাই এবারে ঈদের আনন্দটাই ব্যতিক্রম হবে। এই অনুভূতিই অন্যরকম। সব অনুভূতিতো আর বুঝানো যায় না।
প্রশ্ন: যখন দু’জন ছিলেন তখন কিভাবে ঈদ কাটাতেন?
এনামুল জুনিয়র: আমাদের আসলে প্রেমের বিয়ে। ২০০৯ সালে আমরা বিয়ে করি। ওর নাম নূপুর আজিজ। ও বিক্রমপুরের মেয়ে। বিয়ের পর থেকেই আমাদের ঈদগুলোর আনন্দ একরকম ছিল। এবারের চেয়ে ভিন্ন। আমরা দু’জন যখন একা ছিলাম তখন ঈদগুলো পার করেছি ঘুরে বেড়িয়ে। সরাদিন বাসায় থাকলেও বিকালে ঘুরতে বের হতাম। তবে এবার তা হবে না। আমাদের বেবির জন্মতো ৭ই জুলাই। একেবারেই ছোট ওকে নিয়ে বের হওয়া হবে না। বাসাতেই কাটাবো।
প্রশ্ন: এবার ঈদ কোথায় কাটাবেন?
এনামুল জুনিয়র: এবার ঈদে সিলেটে আমার নিজ শহরে থাকবো। মায়ের সঙ্গে। আমার বাবা মারা গেছেন তবে বাসায় মা ছাড়াও ভাই আর বোন আছে।
প্রশ্ন: ঈদে কার হাতের রান্না বেশি ভাল লাগে?
এনামুল জুনিয়র: সব সময়ই আমার মায়ের হাতের রান্না আমার খুবই ভাল লাগে। আর ঈদেও তাই। আমরা যখন ঢাকায় থাকি আমরা স্ত্রী নূপুর তখন রান্না করে। তবে আমি আমার মায়ের হাতের রান্নাই বেশি পছন্দ করি।
প্রশ্ন: কার কার জন্য ঈদে কেনাকাটা করেছেন?
এনামুল জুনিয়র: বাসার সবার জন্যই কিনেছি। কিছুদিন আগে ভারতে ছিলাম সেখান থেকেই কেনাকাটা শেষ করে এসেছি। মায়ের জন্য কিনেছি, স্ত্রীর জন্য আর আমাদের নতুন বেবির জন্যও কিনে এনেছি।
প্রশ্ন: ঈদে ভাবী কোন উপহার পেলে বেশি খুশি হয়?
এনামুল জুনিয়র: ও আসলে সব সময় শাড়ি উপহার পেলেই খুশি হয়। আর ঈদেও তাই।
মানবজমিন
Leave a Reply