ভ্রমণ: টোকিও ডিজনি রিসোর্ট

রাহমান মনি: স্বপ্ন দেখা মানুষের সহজাত প্রবৃত্তি, প্রতিটি মানুষই স্বপ্ন দেখে। স্বপ্ন দেখার আবার প্রকার ভেদ রয়েছে। এই প্রকার ভেদে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে স্বপ্ন দেখে থাকে। শুধু মানুষই বা বলছি কেন, প্রাণীকুলের সকলেই ঘুমে স্বপ্ন দেখে থাকে বলে গবেষণা সূত্রে জানা যায়। এই জাতীয় স্বপ্নকে আমরা বলে থাকি দিবাস্বপ্ন।

আবার কিছু কিছু মানুষের চিন্তার ফসল অর্থাৎ স্বপ্ন বাস্তবে রূপ পেলে উপকৃত হয় মানবকুলসহ সৃষ্টি জগৎ। আমাদের সকলেরই কমবেশি তা জানা আছে। আজ তেমনি একটি স্বপ্নের বাস্তবায়নের কথা বলবো। যার নাম ডিজনি।

আমেরিকায় ইলিয়নিস প্রদেশের শিকাগোর হারমুসা শহরে জন্ম নেয়া দুরন্ত এক বালক জঙণ ঙখওঠঊজ উওঝঘঊণ (২৪শে জুন ১৮৯৩-২০ ডিসেম্বর ১৯৭১, ৭৮ বছর)। ছেলেবেলা থেকেই কল্পনা করতেন এমন একটি জগতের যেখানে সবাই থাকবে নিষ্পাপ, পরীদের মতো মুক্ত বিহঙ্গ হয়ে ঘুরে বেড়ানো যাবে, যেমনটি ইচ্ছে করা যাবে, কোন পিছুটান থাকবে না, সবকিছুই হবে কল্পনা মোতাবেক। কিন্তু নিজে নিজে কেবল কল্পনা করলেই তো আর হবে না, বাস্তবে রূপ দিতে হবে। এই জন্য কাজ করতে হবে। প্রয়োজন হবে অন্যের সহযোগিতার। কথায় বলে ইচ্ছা থাকলে উপায়ও থাকে। স্বীয় অনুজ ডঅখঞঊজ ঊখওঅ উওঝঘঊণ (৫ই ডিসেম্বর ১৯০১-১৫ই ডিসেম্বর ১৯৬৬, বয়স ৬৫), সহযোগিতায় এগিয়ে আসেন। বড় ভাইয়ের কল্পনার চিত্রগুলো তিনি রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুললে উভয়ের তা পছন্দ হয়। ব্যাস, শুরু হয় বাস্তবে রূপ দেয়ার কাজ। ঊখওঅঝ মূলত একজন সিনেমা প্রযোজক। দুই ভাই মিলে ঊঘঞঊজঞঅওঘগঊঘঞ ওঘউটঝঞজণ গড়ে তুলেন। জঙণ ঙখওঠঊজ উওঝঘঊণ হলো তার প্রতিষ্ঠাতা নির্বাহী এবং ডঅখঞঊজ ঊখওঅঝ উওঝঘঊণ তার সহ প্রতিষ্ঠাতা। ১৯৫৪ জানুয়ারি প্রতিষ্ঠানটির নাম দেয়া হয় ওয়াল্ট ডিজনি। সেই থেকে ডিজনির যাত্রা শুরু।

১৯৫৫ জুলাই ১৭, কোম্পানি ১ম বিনোদন পার্ক আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় উদ্বোধন করে। নাম দেয়া হয় ডিজনি ল্যান্ড ব্যাপক সাড়া পড়ে তাতে। দর্শক সমাদৃত হয় প্রচুর। এর প্রায় ১৬ বছর পর ওয়াল্ট ডিজনি কোম্পানি আমেরিকায় ফ্লোরিডাতে সবচেয়ে বড় পার্কটি নির্মাণ করে। ১৯৭১ সালের অক্টোবরের ১ তারিখ ডিজনি ওয়ার্ল্ড নামের বিনোদন পার্কটি উদ্বোধন করা হয়। তাতেও ব্যাপক সাড়া পড়ে। এরপর ১৯৮৩ এপ্রিলের ১৪-তে জাপানে, ১৯৯২ সালের ১২ই এপ্রিল ফ্রান্সের প্যারিস এবং ২০০৫ সালের ১২ই সেপ্টেম্বর হংকং ডিজনিল্যান্ড উদ্বোধন করা হয়। ২০১৫ সালে চীনের সাংহাইতে উদ্বোধন করা হবে সাংহাই ডিজনিল্যান্ড। সেই লক্ষ্যে কাজ এগিয়ে চলছে পুরো দমে।

নামে টোকিও ডিজনিল্যান্ড হলেও এটি আসলে টোকিওর অদূরে পার্শ্ববর্তী প্রিফেকচায় ‘চিবা’তে। এই চিবাতেই রয়েছে টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর ‘নারিতা’, এই নাম নিয়ে অবশ্য চিবাবাসীদের মনে ক্ষোভও কম নয়। কিন্তু মনে ক্ষোভ থাকলে কি হবে, পৃথিবীর অন্যতম ব্যস্ততম বিমানবন্দর এবং পৃথিবীর ২য় বৃহত্তম ডিজনিল্যান্ড তাদের শহরে অবস্থিত, এই গর্ব-ই বা কম কিসে।

১৯৮৩ সালের ১৫ই এপ্রিল উদ্বোধন হয় টোকিও ডিজনিল্যান্ড। উদ্বোধন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বড় ধরনের কোন দুর্ঘটনায় পড়েনি পার্কটি। চলতি বছরের ২৮শে মে একটি রাইডে যান্ত্রিক ত্রুটির জন্য একজন সামান্য আঘাত পান মাত্র। এছাড়া ২০১১ সালের ১১ই মার্চ স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে পার্কটির কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। এই জন্য মাসাধিককাল পার্কটি বন্ধ রাখতে হয়। ১১ই মার্চ ৭০,০০০ ভিজিটর পার্কটিতে ছিল। তার মধ্যে কোথাও যাওয়ায় স্থান না থাকায় ২০,০০০ দর্শনার্থীকে পার্কটিতে রাত কাটাতে হয়। সত্তর হাজার দর্শনার্থী হলো ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শক ভর্তির প্রায় ২টির সমান।

৫,১০,০০০ স্কয়ার মিটার এলাকা নিয়ে টোকিও ডিজনিল্যান্ড প্রতিষ্ঠা করা হয়। এরপর ২০০১ সালের ৪ঠা সেপ্টেম্বর ডিজনি সি নামে আরো একটি ওয়াটার পার্ক প্রতিষ্ঠা করা হয় ডিজনিল্যান্ডের কোলঘেঁষে। উভয় পার্ককে একত্রে ডিজনি রিসোর্ট নামে অভিহিত করা হয়। ডিজনি সি’র আয়তন হলো ৪,৯০,০০০ বর্গমিটার। এছাড়া রয়েছে পার্কিং এলাকা, বিভিন্ন হোটেল, বাস টার্মিনাল, পর্যটনে আকর্ষণ করার জন্য বিভিন্ন স্থাপনা।

১৯৮৩ সালের এপ্রিলে প্রতিষ্ঠা পাওয়ার প্রথম বছরের সাড়ে আট মাসে মোট দর্শনার্থীর সংখ্যা ছিল ৯৯,৩৩,০০০। প্রতি বছর এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০০০ সালে মোট দর্শনার্থীর সংখ্যা দাঁড়ায় এক কোটি তিয়াত্তর লাখে। ২০০১ সালের সেপ্টেম্বরে ডিজনি সি উদ্বোধন হলে সে বছর ডিজনি রিসোর্টে দর্শনার্থীর সংখ্যা দাঁড়ায় দুই কোটি বিশ লাখ সাতচল্লিশ হাজারে। ভূমিকম্পে এক মাস বন্ধ থাকা এবং জাপানে বিপর্যয় সত্ত্বেও ২০১১ সালে ডিজনি রিসোর্টে মোট দর্শনার্থীদের সংখ্যা ছিল দু্‌ই কোটি তেপান্ন লাখ মাত্র সাত চল্লিশ হাজার। সংখ্যাটি একেবারেই কম নয়।

বিশ্ব অর্থনীতি মন্দার কবলে পড়ে যখন বিনোদন ব্যবসায় ধস নামে, সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এবং নতুন নতুন আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে ওঠা সত্ত্বেও টোকিও ডিজনিল্যান্ড অত্যন্ত সফলভাবে সারা জাপানের এবং জাপানে আগত বিভিন্ন দেশের পর্যটকদের আনন্দ দিয়ে চলেছে এবং টোকিও ডিজনিল্যান্ড বিশ্বের সর্বোচ্চ লাভজনক ডিজনি পার্ক হবার গৌরব সমুন্নত রাখতে সক্ষম রয়েছে।

জাপানে বড় ধরনের বিনোদন পার্ক বলতে যে কেবল ডিজনি রিসোর্ট, তা কিন্তু নয়। পৃথিবীর বিখ্যাত বিনোদন পার্কগুলির আদলে গড়া বিশাল বিশাল বিনোদন পার্ক রয়েছে এই জাপানে। এখানে আছে ক্যালিফোর্নিয়ার হলিউড ইউনিভার্সাল স্টুডিওর আদলে গড়া ইউনিভার্সাল স্টুডিও জাপান। এটি রয়েছে কানসাই এর ওসাকা শহরে। কানাগাওয়াতে রয়েছে ‘সি প্যারাডাইস’ নামে বিশাল বিনোদন পার্ক। তারপরও ডিজনিল্যান্ড, ডিজনিল্যান্ড-ই। আবাল বৃদ্ধাবনিতা সকলের পছন্দ ডিজনিল্যান্ড। শিশু-কিশোরদেয় পছন্দের প্রথম বিনোদন পার্ক হচ্ছে ডিজনিল্যান্ড তা আর বলার অপেক্ষা রাখে না। নতুন কাপল (প্রেমিক, প্রেমিকা) এর প্রথম ডেটিং স্পট হিসেবে ডিজনিল্যান্ডকে বেছে নেয় অনেক জুটি। বর্তমানে অবশ্য কপোত-কপোতিরা ডিজনি সিকে প্রাধান্য দিয়ে থাকে। তার অন্যতম কারণ হচ্ছে ডিজনিল্যান্ডের ভেতর লাল পানি অর্থাৎ সকল প্রকার এলকোহল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু ডিজনি সি’র ভেতর সোকা বিশেষ এলকোহল পান করার অনুমতি এবং বিক্রয় কেন্দ্র রয়েছে। তাই তারা তাদের ডেটিংটাকে আরো একটু বেশি রঙিন করার জন্য রঙিন পানীয় পান করার সুবিধার্থে জিডনি সিকে প্রাধান্য দিয়ে থাকে। ডিজনিল্যান্ডে ৪১টি আকর্ষণ আছে। ডিজনি সি’তে এ সংখ্যা ৩২টি। রয়েছে ১০টি শো, ২টি প্যারেড। প্যারেড ২টির ১টি দিনের বেলায় এবং অপরটি সন্ধ্যার পর। যাকে বলা হয়, বৈদ্যুতিক প্যারেড। এটাকে বলা যেতে পারে ডিজনিল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট। এটা আসলে স্বচোখে না দেখলে ভাষায় বুঝানো কষ্টসাধ্য। তবে প্যারেড ২টি আবার আবহাওয়ার উপর নির্ভরশীল। অর্থাৎ প্রতিকূল আবহাওয়া (বৃষ্টি, অতিরিক্ত বাতাস প্রবাহ)’য় প্যারেড বন্ধ রাখা হয়। প্যারেড দেখতে (কাছ থেকে ভালোভাবে) আগ্রহীরা ২/১ ঘণ্টা আগে থেকে প্যারেড চলাচলের পথের ধারে সুবিধামতো স্থানে বসা শুরু করে দেয়। এই সময় অন্যান্য আকর্ষণগুলিতে ভিড় কম হওয়াতে ভেতর প্রবেশ সহজতর হয়। এই সুযোগটিকে অনেকেই কাজে লাগিয়ে থাকে।

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শোগুলিও পরিবর্তন হয়ে থাকে। আবার বিশেষ বিশেষ সময়ের ওপর শো’র ধরন পরিবর্তন হয়। যেমন ক্রিসমাস বা নববর্ষে। বর্তমান সময় স্কুল-কলেজগুলোতে গ্রীষ্মের ছুটি হওয়াতে ডিজনিল্যান্ডেও চলছে গ্রীষ্মকালীন উৎসব। ডিজনিল্যান্ডকে ঢেলে সাজানো হয়েছে গরমকালীন সাজে। গ্রীষ্মের ছুটিতে শিক্ষার্থীদের পদচারণায় ডিজনি রিসোর্ট এখন মুখরিত।

আকর্ষণ সংযোজন/বিয়োজন প্রতিষ্ঠালগ্ন থেকেই চলে আসছে জিডনিল্যান্ডে। তবে এই ক্ষেত্রে বিয়োজন থেকে সংযোজনের পরিমাণটাই বেশি। নতুন সংযোজন হলে সেগুলো দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে দর্শনার্থীরা। মাত্র ৫ মিনিটের আকর্ষণের জন্য ৩/৪ ঘণ্টা লাইনে দাঁড়ানো স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়ায়। এই সময়ে কারোর মুখেই ক্লান্তির কোন ছাপ থাকে না। তবে ঋঅঝঞচঅঝঝ নামে একটি সুবিধা এই ক্ষেত্রে কাজ করে। যে আকর্ষণ গুলি সব সময় ভিড় লেগে থাকে সেগুলোকে চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে প্রবেশের সুযোগ পাবার জন্য এই ফাস্ট পাস সুবিধা। ফাস্ট পাস হলো একটি নির্দিষ্ট সময়ে উপভোগ করার জন্য পূর্ব থেকেই পাস সংগ্রহ করা। বিশেষ পাসটি সংগ্রহে থাকলে নির্দিষ্ট সময়ে কোন রূপ লাইনে না দাঁড়িয়ে সরাসরি প্রবেশ করা যায়। এই জন্য অতিরিক্ত কোন ফি দিতে হয় না। একবার ফাস্ট পাস সংগ্রহ করলে পরবর্তী ২ ঘণ্টা ওই টিকিটে আর কোন ফাস্ট পাস সংগ্রহ করা যায় না। তবে এক ব্যক্তি একাধিক টিকিট শো করে প্রতিটি টিকিটের বিপরীতে ফাস্টপাস সংগ্রহ করতে পারে। বর্তমানে ৮টি আকর্ষণের জন্য ফাস্টপাস ইস্যু হয়ে থাকে।
৪১টি আকর্ষণের মধ্যে ২২টি রয়েছে শিশু-কিশোরদের উপযোগী। শিশু-কিশোরদের জন্য জাপানের যে কোন আয়োজনেই প্রাধান্য রাখা হয়। এমনকি পাবলিক টয়লেটেও বেবি সিট রাখার বিধান রাখা আছে জাপানে। রেস্টুরেন্ট কিংবা শপিং মলগুলোতে শিশু-কিশোরদের বিনোদনের ব্যবস্থা রাখা থাকে। ডিজনিল্যান্ডও তার ব্যতিক্রম নয়। বরং ডিজনি ভাতৃদ্বয় শিশু-কিশোরদের কথা চিন্তা করেই বিভিন্ন ক্যারেক্টার সৃষ্টি করেছেন। তাই ডিজনিল্যান্ড শিশু-কিশোরদের বিনোদন দেয়ার জন্য মিকিমাউস, মিনিমাউস, গুফি বাম্বি কিংবা ডোনাল্ড ডাক এর সাজে তাদের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দেয়া বাচ্চাদের বাড়তি আনন্দ হিসেবে কাজ করে। বিপরীতে শিশুদের নিরুৎসাহিত করা হয় মিনি আকর্ষণও রয়েছে ডিজনিল্যান্ড, নির্দিষ্ট বয়স, উচ্চতা, শারীরিক সুস্থতা প্রয়োজন হয় এই সব আকর্ষণে। রোমাঞ্চকর দ্রুতগামী জেড কোস্টারে চড়ার জন্য উপরোক্ত শর্তগুলি পূরণ করতে হয়। এ ধরনের রাইড রয়েছে ৫টি।

ডিজনিল্যান্ডের প্রবেশ মূল্য বয়স অনুযায়ী হয়ে থাকে ৪ থেকে ১১ বছর বয়স্কদের জন্য প্রবেশ মূল্য ৪১০০ ইয়েন, ১২ থেকে ১৭ বছর বয়সের জন্য ৫৩০০ ইয়েন ১৮ থেকে ৬০ বছর বয়সের জন্য ৬২০০ ইয়েন এবং ৬০ বছরে ঊর্ধ্বে বয়স্কদের জন্য ৫৫০০ ইয়েন। এর সবই একদিনের জন্য ফ্রি পাসপোর্ট। অর্থাৎ একদিনে যতগুলি রাইড চড়া সম্ভব হয় ততগুলো রাইডে বা একই রাইডে বারবার চড়া যাবে। বারবার টিকিট দেখাতে হবে না কেলমাত্র ফাস্টপাস তোলা ছাড়া।
একদিনে ডিজনিল্যান্ড বা ডিজনির সবগুলি রাইড চড়া সম্ভব নয়। সেই কথা চিন্তা করে এবং দর্শকদের আকর্ষণ করার কথা চিন্তা করে কিছুটা ছাড় দিয়ে ২ দিনের, ৩ দিনের বা ৪ দিনের ফ্রি পাসপোর্ট টিকিট কাটার সিস্টেম রয়েছে। প্রাপ্ত বয়স্কদের (১৮-৬০) টিকিট হিসাব অনুযায়ী ২ দিনের জন্য ১০,৭০০ ইয়েন, ৩ দিনের জন্য ১৩,৮০০ ইয়েন এবং ৪ দিনের জন্য এই মূল্য ১৬০০ ইয়েন। এছাড়াও বিকাল ৩টার পর টিকিট কিনলে এই মূল্য ৪৯০০ ইয়েন এবং বিকাল ৬টার পর প্রাপ্ত বয়স্কদের জন্য টিকিট মূল্য ৩৩০০ ইয়েন। সব বয়সের ক্ষেত্রেই কিছুটা হ্রাসকৃত মূল্য এই সুবিধা প্রদান দেয়া হয়ে থাকে। আবার দলগত টিকিট কিনলেও কিছুটা হ্রাসকৃত মূল্যে পাওয়া যায়। তবে এই ক্ষেত্রে ন্যূনতম ২৫ জন হতে হবে একটি দলে। সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই সুবিধায় টিকিট কিনে থাকে। কিংবা কোন পর্যটক দল। উল্লেখ্য, জাপানে বিদেশী পর্যটকদের প্রধান আকর্ষণের অন্যতম হলো ডিজনিল্যান্ড ভ্রমণ। তবে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো থেকে ডিজনিল্যান্ড ভ্রমণের উদ্দেশে জাপান আসা বিলাসিতাই বটে। যদি না জাপানে তাদের সেই অবস্থান না করেন। যাদের সন্তান সন্ততি, পিতা-মাতা, ভাইবোন জাপানে অবস্থান করছেন তাদের কথা আলাদা।

মোটামুটি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ডিজনিল্যান্ড দর্শনার্থীদের জন্য খোলা থাকে। বিশেষ বিশেষ দিবসে বা বিশেষ কোন কারণে সময়ের কিছুটা হেরফের করা হয়। তবে কোন মতেই তা বেশি নয়। কেবলি সংক্ষিপ্ত করা হয়। ব্যতিক্রম কেবলমাত্র নববর্ষ। ৩১শে ডিসেম্বর সকাল ৮টা সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রাথমিকভাবে খোলা থাকে সবগুলো রাইড। এরপর ৩ ঘণ্টা রাইডগুলো বন্ধ রাখা হয় পরবর্তী উপযোগী চেকআপ করার জন্য। তবে দর্শনার্থীরা পার্ক এলাকায় অবস্থানে কোন বাধা নেই। এরপর রাত ৯টা থেকে রাত ১১-৫৯ পর্যন্ত যথানিয়মে সব কিছুই স্বাভাবিকভাবে চলে। ১১-৫৯ থেকে পরবর্তী বছরকে বরণ করার জন্য প্রস্তুতি নেয়া হয়। ৩০ সেকেন্ড পূর্ব থেকে সময় গণনা শুরু এবং নববর্ষকে বরণ করার পর আবার এক ঘণ্টার জন্য সবগুলি রাইড বন্ধ রাখা হয়। ভোর ১টা থেকে ৭টা পর্যন্ত যথানিয়মে ডিজনিল্যান্ডের কার্যক্রম চলে। সকাল ৯টা থেকে আবার পুরনো রুটিন অনুযায়ী ডিজনিল্যান্ড খোলা থাকে।

ডিজনিল্যান্ডকে ঘিরে হোটেল ব্যবসা জমজমাট। অফিসিয়াল ৩টি হোটেল ছাড়াও তারকা খচিত হোটেল রয়েছে আরও ৬টি। এই ৯টি হোটেল মূলত ডিজনিল্যান্ডকে ঘিরে স্থাপন করা হয়েছে। যারা ২দিন, ৩ দিন কিংবা ৪ দিনের ফ্রি পাসপোর্ট কিনে থাকেন তারা এই হোটেলগুলোতে রাত যাপন করেন। অথবা যারা দূরদূরান্ত থেকে আগমন করে থাকেন তারাও এইসব হোটেল অবকাশ কাটান। এই ছাড়াও আশপাশের শহরগুলিতে হোটেল সুবিধা তো রয়েছেই। যারা ব্যয় একটু সংকোচনের কথা ভাবেন তারা একটু দূরেই রাত্রি যাপন করেন। টোকিও কিংবা আশপাশের বড় বড় হোটেলগুলোতে অতিথিদের আনাগোনার জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা। লিমুজিন, পর্যটকদের জন্য হাটো বাস ছাড়াও আরও অনেক ধরনের ব্যবস্থা রয়েছে যাতায়াতের জন্য। জাপানে বহুল ব্যবহৃত ট্রেন যোগাযোগ তো রয়েছেই বিভিন্ন রুট থেকে। তবে ট্রেন যাতায়াতই সবচেয়ে প্রচলিত একটি যাতায়াত ব্যবস্থা।

টিকিটের মূল্য চড়া, হোটেল খরচ কিংবা যাতায়াত খরচ হলেও ডিজনিল্যান্ড বা ডিজনি সিতে লোকসমাগম কিন্তু কম নয়। চলতি বছর প্রথম ৭ মাসে গড়ে প্রতিদিন ঊনসত্তর হাজার ছয়শ’ ভিজিটর ডিজনি রিসোর্ট পরিদর্শন করেছে। ৪ বছরের নিচের শিশুদের গণনা করা হয় না। এছাড়া ডিজনি রিসোর্টে কর্মরত রয়েছেন প্রায় ৮ হাজার ভেলান্টিয়ার, শপিংমল, গাইড, পরিচ্ছন্ন কর্মী সব মিলিয়ে)। গড়ে যদি প্রতিটি টিকিটের মূল্য ৫,৫০০ ইয়েন (৫৭২০ টাকা) ধরা হয় তাহলে ৩,৮২,৮০,০০০০ ইয়েন বা প্রায় ৪০ কোটি টাকা প্রায়। প্রতিদিন এটাকে ধরে রাখা একটা বিশাল ব্যাপার। তাও ২৯ বছর পরও। সামনে ডিজনিল্যান্ডে প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি করবে জাপান। অনুষ্ঠান বর্ণময় করে তোলার লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যে।

জাপানিদের কথা হয় কাজ পাগল জাতি। জাপানিরা কাজ ছাড়া কিছুই বুঝে না। ব্যাপারটি আসলে তা নয়। তারা মেন কাজ করে তেমনি বিনোদনেও কার্পণ্য করে না। তারা আসলে সময়কে কাজে লাগায়। তাইতো একটু ছুটি পেলেই চলে যায় বিনোদন কেন্দ্রগুলোতে। অবকাশ কেন্দ্রগুলি বছরব্যাপী জমজমাট থাকে। কাজ এবং বিনোদন নিয়ে ব্যস্ত থাকে বলে জাপানে জনসংখ্যা বৃদ্ধি আশাপ্রদ নয়। জন্মহার খুবই ম। অপরদিকে আমাদের দেশে কাজের প্রতি অনীহা এবং পর্যাপ্ত বিনোদন কেন্দ্র নাই বলে বিনোদন বলতে কেবল স্বামী-স্ত্রীর মিলন। এই বিনোদন নিম্ন বিত্তদের মধ্যে বেশি বলে সেখানে জনসংখ্যা বা পরিবারের লোকসংখ্যা অপ্রতিরোধ্য। আর আমাদের দেশে হরতাল সংস্কৃতি এই বিনোদন বাড়িয়ে দেয় বহুগুণে। পরবর্তীতে চাপ পড়ে দেশে জনসংখ্যার উপরে। কাজের পরিবেশ তৈরি এবং বাহ্যিক বিনোদনে আকৃষ্ট করা গেলে দৈনিক বিনোদনে কিছুটা হলেও ভাটা পড়ে। আর তার সুফল হিসেবে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আমার বিশ্বাস।

তবে আশার কথা হলো বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু পার্ক হয়েছে বিনোদনের জন্য। নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডোম কিংবা পদ্মা রিসোর্ট বাংলাদেশের আশার আলো। ইতোমধ্যে জনপ্রিয়তাও পেয়েছে বিনোদন পার্কগুলো। ওয়ান্ডারল্যান্ড আইনি মারপ্যাচে বন্ধ হয়ে গেছে। এই জন্য দায়ী অবশ্য উচ্চপর্যায় কিছুসংখ্যক অসাধু কর্মকর্তা, রাজনীতিবিদ। আর উদ্যোক্তাা তো আছেন। লেনদেনের মাধ্যমে অতিরিক্ত সুবিধা পেয়ে অবৈধভাবে গড়া এই জন্য দায়ী। এর দায়িত্ব নিতে হবে উভয় পক্ষকেই।

আমাদের দেশের নগর পরিকল্পনাবিদ থাকলেও, তাদের কোন কাজে লাগানো হয় না। আর যদিও পরিকল্পনা করানো এবং সুপারিশ চাওয়া হয় সেগুলি কেবলি ফাইলবন্দি অবস্থায় পড়ে থাকে যুগের পর যুগ। ওয়ান্ডারল্যান্ড ভেঙে গেলেও ফাইলের ঘুম ভাঙে না।

মানবজমিন

Leave a Reply