মাওয়া সী-বোট ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়, আটক ৯

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের মাওয়া সী-বোট ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মিন্টু(২৫), ইমন(৩০), ফয়সাল(২৫),কাওসার(২২), আনোয়ার (২২), শাহজাহান(২৮), লালখান(২২), রাসেল(২২) ও হাশেম (২৫)।

এ বিষয়ে মাওয়া নৌফাড়িঁর উপপরিদর্শক (এসআই)খন্দকার খালিদ হোসেন বাংলানিউজকে জানান, মাওয়া সী-বোট ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, সরকার নির্ধারিত ১শ ৩০ টাকার পরিবর্তে ১শ ৭০ থেকে ২০০ টাকা ভাড়া আদায় করছিল সী-বোট মালিক, শ্রমিক ও ইজারাদারের লোকজন। এ ঘটনায় লৌহজং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply