তরুণী গণধর্ষিত: ১ ধর্ষক গ্রেপ্তার

মুন্সীগঞ্জে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগে সোমবার দিবাগত রাত ১ টার দিকে ধর্ষক হাসান (১৫)কে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে হাসানকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠায়। সরকারি ছুটি শেষে রিমান্ড শুনানী হবে বলে সদর থানার ওসি মো. আবুল বাসার জানিয়েছেন। এর আগে সোমবার রাত ১১ টার দিকে ২ ধর্ষককে এজাহারনামীয় আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুর ১ টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

সদর থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, গত ১৭ আগস্ট মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের কেওয়ার ঢালীবড়ি এলাকায় মামার বাড়িতে তরুণী (১৪) গণধর্ষণের শিকার হয়। এদিন রাত ১১ টার দিকে প্রতিবেশী হাসান ও হৃদয় তরুণীকে ডেকে নিয়ে যায়। এ সময় হাসান ও হৃদয়সহ ৪-৫ জন দুর্বৃত্ত তাকে বাগানবাড়িতে হাত-পা বেঁধে গণধর্ষণ করে ফেলে রেখে চলে যায়।

এ নিয়ে এলাকার সমাজপতিরা আপোস মিমাংসার চেষ্ট্া চালায়। পরে এর সুরাহা না হলে সোমবার রাত ১১ টার দিকে ধর্ষিতার মামা নূর হোসেন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। সোমবার দিবাগত রাত ১ টার দিকে ধর্ষক হাসান (১৫) কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

জাস্ট নিউজ – মানবজমিন
===============

মুন্সীগঞ্জে হাত-পা বেঁধে কিশোরীকে ধর্ষন

মুন্সীগঞ্জ শহরের কাছে উত্তর মহাকালী গ্রামে ঈদের দিন দিবাগত রাত ১১ টায় এক কিশোরীকে হাত-পা বেঁধে ধর্ষন করেছে ২ লম্পট। এ ঘটনায় ঈদের পরদিন পুলিশ হাসান মিয়া নামে এক লম্পটকে পুলিশ গ্রেফতার করেছে। ঈদের পরদিন গ্রেফতারকৃত লম্পটকে জেল হাজতে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীা সম্পন্ন ও ২ লম্পটকে আসামী সদর থানায় পুলিশ থানায় মামলা দায়ের করা হয়েছে। কিশোরীর মামা নুর হোসেন বাদী হয়ে ঈদের পরদিন দুপুরে এ মামলাটি দায়ের করেন।

একই সময়ে সদর থানা পুলিশের হেফাজতে ধর্ষিতার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পুলিশ জানায়, কিশোরীর বাড়ি সদর উপজেলার রিকাবীবাজার এলাকায়। ঈদে সে উত্তর মহাকালী গ্রামে নানার (মকবুল শেখ) বাড়িতে বেঁড়াতে আসে। ওই রাতে নানা বাড়ির সবাই টেলিভিশনে ঈদের অনুষ্ঠান দেখতে পাশের বাড়িতে চলে গেলে বসত ঘরে একাকী থাকা কিশোরীর হাত-পা বেঁধে ২ লম্পট ধর্ষনে লিপ্ত হয়।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঘরে রেখেই লম্পটরা পালিয়ে যায়। লম্পটদ্বয় হচ্ছে- উত্তর মহাকালী গ্রামের রাজিব মিয়ার ছেলে হাসান মিয়া (১৬) ও দুদু শেখের ছেলে হৃদয় শেখ (১৭)। এদিকে, ঈদের পরদিন গ্রেফতারকৃত লম্পটকে ৫ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ আদালতে পাঠায়। আদালত আগামী রোববার রিমান্ড শুনানীর দিন ধার্য করে জেল হাজতে প্রেরন করে

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply