সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিস্কারাদেশ বাতিল

সিরাজদিখান বিএনপি
সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিস্কার আদেশ বাতিল করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মুন্সীগঞ্জ জেলা কমিটির কার্যকরী সভায় সিরাজদিখান উপজেলা বিএনপির কার্যক্রম স্থগিত ও সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন এবং সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল্লাহকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত দলের গঠনতন্ত্রের নিয়মানুযায়ী হয়নি।

তাই সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দলের সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চলতি বছরের ৩১ জুলাই মুন্সীগঞ্জ শহরের বিএনপির দলীয় কার্যালয়ে জেলা কমিটির কার্যকরী সভায় সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
=====================

কুদ্দুস ও আব্দুল্লাহর বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি

সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন ও সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহর বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। বৃহস্পতিবার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় কার্যালয়ে তলব করা হয়। বেলা ১১টায় কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। শুনানিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর মল্লিক রিপন এবং সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন ও সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদ।

পরে কেন্দ্রীয় বিএনপির উপ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক বরাবর দলীয় প্যাডে লেখা এক পত্রে (স্মারক নং ৭৬/১০৩/২০১২) বলা হয়েছেÑ সংগঠনবিরোধেী কর্মকা-ের অভিযোগ এনে গত ১৭ জুলাই সিরাজদিখান উপজেলা বিএনপির কার্যক্রম স্থগিত এবং ১ আগস্ট দলের সকল পর্যায়ের পদ থেকে আব্দুল কুদ্দুস ধীরেন ও শেখ মোঃ আব্দুল্লাহর অব্যবহিত দেয়া গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক হয়নি। তাই সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ স্ব স্ব পদে বহাল থেকে তাদের কার্যক্রম যথা নিয়মে পালন করার অধিকার সংরক্ষণ করেন।

পত্রটি সন্ধ্যায় মুন্সীগঞ্জে এসে পৌঁছলে নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা অনুসারীদের মধ্যে সৃষ্টি হয় হতাশা। এই অবৈধ বহিষ্কারাদেশ নিয়ে এরই মধ্যে পাল্টপাল্টি বিভিন্ন কর্মসূচী নিয়ে দলের শীর্ষ পর্যায়ে তোলপারের সৃষ্টি হয়। কদ্দুস ও আব্দুল্লাহর অনুসারীরা সিরাজদিখানে মিজানুর রহমান সিন্হাকে অবাঞ্ছিত ঘোষণা করে।

জনকন্ঠ

Leave a Reply