ঢাকা-মাওয়া মহাসড়কের দীর্ঘ যানজট

ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী-২ সেতুকে ঘিরে শুক্রবার রাতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকামুখী যানের টোল আদায়ে অব্যাবস্থাপনার কারণে এই ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে বলে সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী মো. মাসুদ খান জানান, রাত সোয়া ৯টায় এই যানজট ছিল দুই কিলোমিটার দীর্ঘ। ক্রমেই তা বাড়ছে। এব্যাপারে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম জানান, এই বিষয়ে তরিৎকার্যকরী ব্যবস্থা নেয়ার জন্য সড়ক ও জনপথকে বলা হয়েছে।

সড়ক ও জনপথে মুন্সীগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান রাতে জানান, ইজারাদারকে ফোনে পাওয়া যাচ্ছে না। স্থানীয় ওসিকে বলা হয়েছে- যথাযথ ব্যবস্থায় টোল আদায় সম্ভব না হলে, টোল ছাড়াই গাড়ি ছেড়ে দেতে। নির্বাহী প্রকৌশলী জানান, এই অব্যবস্থার কারণে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply