পেটে সন্তান রেখে সেলাই, ডাক্তার আটক

প্রসূতির পেটে সন্তান রেখে সেলাই করায় শুক্রবার মুন্সীগঞ্জে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। ডা. নাসিমা আক্তার মুন্নী জেলা শহরের আধুনিক হাসপাতাল প্রা. লিমিটেডে এ অপারেশন করেন। ডা. নাসিমা সাংবাদিকদের বলেন, হাসপাতালে সন্ধ্যায় প্রসূতির সিজার করে দেখতে পান মেয়ে শিশুটি মৃত এবং জরায়ুর ফুল ছিঁড়ে গেছে।

“তাই মৃত শিশুটি বের না করেই পেট সেলাই করে ঢাকায় রেফার্ড করা হয়েছে,” বলেন তিনি।

এই ঘটনায় প্রসুতির এই মামা ফখরুদ্দিন আহম্মেদ বাদী হয়ে সদর থানায় অভিযোগ করেছেন।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রসূতি এখন মৃতপ্রায় বলে জানান ফখরুদ্দিন আহম্মেদ।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ঘটনাটির তদন্ত চলছে। অবহেলার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় চিকিৎসককে আটক করে থানায় আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
======================

পেটে সন্তান রেখেই সেলাই, ডাক্তার আটক

মুন্সীগঞ্জে এক প্রসুতির ভুল চিকিৎসায় ডা. নাসিমা আক্তার মুন্নীকে আটক করেছে পুলিশ। মিলিয়া মমতাজ(৩৫) নামের এক প্রসুতির ভুল চিকিৎসা এবং মৃত শিশুকে পেটে রেখেই সেলাই করার অপরাধে এই চিকিৎসককে শুক্রবার রাত সাড়ে ৮টায় আটক করা হয়।

এব্যাপারে অভিযুক্ত চিকিসক ডা. নাসিমা আক্তার মুন্নী জানিয়েছেন, শহরের একটি ক্লিনিকে (আধুনিক হাসপাতাল প্রা. লি.) সন্ধ্যায় প্রসুতীর সিজার করে দেখতে পান কন্যা শিশু মৃত অবস্থায় রয়েছে এবং জরায়ুর ফুল ছিড়ে গেছে। তাই মৃত শিশু বের না করেই পেট সিলি করে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

প্রসুতির মামা ফখরুদ্দিন আহম্মেদ অভিযোগ করেন-ভুল চিকিৎসার এই পরিস্থিতি হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রসুতির এখন মৃতপ্রায়। তার প্রশ্ন যদি খারাপ অবস্থায় থেকে থাকে তাহলে কেন তিনি অপরারেশ করলেন? এই ঘটনায় প্রসুতির এই মামা বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

সদর থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন- ঘটনাটির তদন্ত চলছে। প্রাথমিকভাবে অবহেলা প্রমানিত হওয়ায় চিকিৎসককে আটক করে থানায় রাখা হয়েছে। তিনি বলেন, পর্যাপ্ত সরঞ্জামাদি না থাকা সত্ত্বেও প্রসুতির এভাবে পেট কাটা নিয়মের মধ্যে পড়ে না।

মুন্সীগঞ্জ নিউজ
==============

মুন্সীগঞ্জে এক ডাক্তারের কাণ্ড

গর্ভবতী মহিলার পেট কেটে মৃত বাচ্চাকে বের করার চুক্তি নেয় নাসিমা আক্তার নামে এক ডাক্তার। সব প্রস্তুতিও সম্পন্ন। শুরু করেন অপারেশন। কাটা হয় পেট। পেট কাটার পরই ঘাবড়ে যান ওই ডাক্তার। পরে কাটা স্থান সেলাই করে স্থানান্তর করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এতে রোগীর স্বজনেরা শঙ্কায় পড়ে ক্ষিপ্ত হয়ে উঠেন। হুলস্থুল পড়ে যায় ক্লিনিকে। ডাক্তার অবরুদ্ধ হয়ে পড়েন। স্বাচিব নেতৃবৃন্দ ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এহসানুল করিমও ছুটে আসেন ক্লিনিকে। পরে ডাক্তারকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। গতকাল সন্ধ্যা ৭টার দিকে মুন্সীগঞ্জ শহরের আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার নৈরপুকুরপাড়া এলাকার মো. জাহাঙ্গীরের স্ত্রী লিমিয়া মমতাজ পপি গর্ভবতী থাকা অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার আগেই শিশুটি মারা যায়। এতে গাইনি প্রশিক্ষণ প্রাপ্ত ডা. নাসিমা আক্তার মুন্নীর শরণাপন্ন হলে শুক্রবার সন্ধ্যায় শহরের আধুনিক হাসপাতালে সিজার করতে অপারেশন থিয়েটারে নেয়। সেখানে রোগীর পেট কেটে মৃত বাচ্চাকে বের করতে ব্যর্থ হয়ে কাটা স্থান আবার সেলাই করে রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এতে রোগীর অবস্থা শঙ্কটাপন্ন হয়ে পড়ে। এ প্রসঙ্গে ডা. নাসিমা আক্তার মুন্নী বলেন, রোগীকে বাঁচানোর জন্য মৃত শিশুটিকে বের না করে ঢাকায় রেফার্ড করা হয়। এখানে অপারেশন করা হলে রোগীর বিপদের সম্ভাবনা ছিল। সদর থানার এসআই মোশারফ হোসেন জানান, রোগীর স্বজনেরা অভিযোগ দাখিল করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে বিষয়টির তদন্ত চলছে।

মানবজমিন

Leave a Reply