হত্যা প্রচেষ্ঠার অভিযোগে ডাক্তার মুন্নী জেল হাজতে

মুন্সীগঞ্জে গর্ভবতী মহিলার পেট কেটে মৃত বাচ্চাকে বের না করে পুনরায় সেলাই করে দিয়ে স্থানান্তর করার দেওয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত ডাক্তার নাসিমা আক্তার মুন্নী (৩৪)কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হলে বিচারক মুন্নীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। অনবিজ্ঞ, ভুয়া, সার্জিক্যাল সার্টিফিকেট না থাকা সত্ত্বেও এ ডাক্তার ভাগ্নিকে পেট কেটে হত্যা করা প্রচেষ্টার অভিযোগ এনে শুক্রবার রাতে রোগীর মামা ফখরুদ্দিন আহমেদ বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। তবে, মুন্নীকে ছাড়িয়ে নিতে স্বাচিপ নেতৃবৃন্দ ও আওয়ামীলীগের কতিপয় নেতা শুক্রবার রাতভর থানায় তদবির চালিয়ে ব্যর্থ হয়।

এদিকে, এ অনবিজ্ঞ ঘাতক ডাক্তারের হাতে টঙ্গীবড়ি ক্লিনিক, পঞ্চসার এ.আর ক্লিনিক, শহরের একতা, সিপাহীপাড়াস্থ বিক্রমপুর ক্লিনিকে অন্তত ১০ জন প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার নৈরপুকুরপাড়া এলাকার মো. জাহাঙ্গীরের স্ত্রী লিমিয়া মমতাজ পপি গর্ভবতী থাকা অবস্থায় ভুমিষ্ঠ হওয়ার আগেই শিশুটি মারা যায়। এতে ডা. নাসিমা আক্তার মুন্নীর শরনাপন্ন হলে শুক্রবার সন্ধ্যায় শহরস্থ আধুনিক হাসপাতালে সিজার করতে অপারেশন থিয়েটারে নেয়। সেখানে রোগীর পেট কেটে মৃত বাচ্চাকে বের করতে ব্যর্থ হয়ে কাটা স্থান আবারও সেলাই করে রোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এতে রোগীর অবস্থা শঙ্কটাপন্ন হয়ে পড়ে।

সদর থানার ওসি মো. আবুল বাসার জানান, সে অনবিজ্ঞ ডাক্তার । তার বিরুদ্ধে মামলা দায়ের করার পর শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

মানবজমিন ও জাস্ট নিউজ
========================

রোগীর স্বজনের দায়ের করা মামলায় এক ডাক্তার জেল হাজতে

মুন্সীগঞ্জে রোগী স্বজনের দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া নাসিমা আক্তার মুন্নী নামের এক চিকিৎসককে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠায় পুলিশ। শহরের একটি ক্লিনিকে গর্ভবতী মহিলাকে সিজারের মাধ্যমে পেট কেটে মৃত বাচ্চাকে বের না করেই আবারও কাটা স্থান সেলাই করে ঢাকায় রেফার্ড করা ও দুর্ব্যবহারের অভিযোগে রোগীর মামা বদরুদ্দিন আহমেদ বাদী হয়ে মামরা রুজু করলে শুক্রবার রাতে সদর থানা পুলিশ তাকে আটক করে। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ শহরের জুবলী রোডস্থ আধুনিক প্রাইভেট হাসপাতাল থেকে স্বজনদের উত্তেজিত পরিস্থিতিতে অবরুদ্ধ থাকা ডাঃ নাসিমা আক্তার মুন্নীকে উদ্ধার করে থানার অভ্যন্তরে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।

জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার নৈরপুকুরপাড়া এলাকার জাহাঙ্গির হোসেনের স্ত্রী লিমিয়া মমতাজ পপি গর্ভবতী থাকা অবস্থায় ভুমিষ্ঠ হওয়ার আগেই শিশুটি মারা যায়। এতে গাইনী প্রশিক্ষন প্রাপ্ত ডাঃ নাসিমা আক্তার মুন্নীর শরনাপন্ন হলে শুক্রবার বিকেলে শহরস্থ আধুনিক হাসপাতালে সিজার করতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

সেখানে রোগীর পেট কেটে মৃত বাচ্চাকে বের করতে ব্যর্থ হয়ে কাটা স্থান আবারও সেলাই করে রোগীকে ঢাকা মেডিাকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এতে রোগীর অবস্থা শঙ্কটাপন্ন হয়ে পড়লে স্বজনরা দায়িত্বরত ডাক্তারের অবহেলার অভিযোগ তুললে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে রোগীকে ঢাকায় পাঠিয়ে রোগীর স্বজনরা উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি করে ডাঃ নাসিমা আক্তার মুন্নীকে অবিরুদ্ধ করে রাখে। এতে সদর থানার উপ পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন পুলিশের টিম নিয়ে আধুনিক হাসপাতাল প্রাইভেট লিমিটেড থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, এ ঘটনায় মামলা রুজুর পরই শুক্রবার রাতে ডাঃ নাসিমা আক্তার মুন্নীকে আটক করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আমাদের সময়
==============

মুন্সীগঞ্জে ভুল চিকিৎসার কারণে ডাক্তার জেল হাজতে

ভুল চিকিৎসার কারেণ মুন্সীগঞ্জে রোগী স্বজনের দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া নাসিমা আক্তার মুন্নী নামের এক চিকিৎসককে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে দিকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠায় সদর থানা-পুলিশ।

জানা গেছে, শহরের একটি প্রাইভেট কিনিকে গর্ভবতী লিমিয়া মমতাজ পপি (২৮)কে সিজারের মাধ্যমে পেট কেটে মৃত বাচ্চাকে বের না করেই আবারও কাটা স্থান সেলাই করে সঙ্কটাপন্ন অবস্থায় রোগীকে ঢাকায় রেফার্ড করা ও দুর্ব্যবহারের অভিযোগে রোগীর মামা ফখরুদ্দিন আহমেদ বাদী হয়ে মামরা করেন। গতকাল শনিবার পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করে। শুক্রবার সন্ধা ৬ টার দিকে মুন্সীগঞ্জ শহরের জুবলী রোডস্থ আধুনিক প্রাইভেট হাসপাতাল থেকে স্বজনদের উত্তেজিত পরিস্থিতিতে অবরুদ্ধ থাকা ডাঃ নাসিমা আক্তার মুন্নীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। সদর উপজেলার নৈরপুকুরপাড়া এলাকার জাহাঙ্গির হোসেনের স্ত্রী লিমিয়া মমতাজ পপি গর্ভবতী থাকা অবস্থায় ভুমিষ্ঠ হওয়ার আগেই শিশুটি মারা যায়। এতে ডাঃ নাসিমা আক্তার মুন্নীর শরনাপন্ন হলে শুক্রবার সন্ধায় শহরস্থ আধুনিক হাসপাতালে সিজার করতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে রোগীর পেট কেটে মৃত বাচ্চাকে বের করতে ব্যর্থ হয়ে কাটা স্থান আবারও সেলাই করে রোগীকে ঢাকা মেডিাকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এতে রোগীর অবস্থা শঙ্কটাপন্ন হয়ে পড়লে স্বজনরা দায়িত্বরত ডাক্তারের অবহেলার অভিযোগ তুললে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে রোগীকে ঢাকায় পাঠিয়ে রোগীর স্বজনরা উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি করে ডাঃ নাসিমা আক্তার মুন্নীকে অবিরুদ্ধ করে রাখে। এতে সদর থানার উপ পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন পুলিশের টিম নিয়ে আধুনিক হাসপাতাল প্রাইভেট লিমিটেড থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার জানান, এ ঘটনায় মামলা রুজুর পরই শুক্রবার রাতে ডাঃ নাসিমা আক্তার মুন্নীকে আটক দেখানো হয়। পরে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

টাইমস্ আই বেঙ্গলী
=============

ডাক্তার জেলহাজতে ॥ প্রসূতির অবস্থা সঙ্কটাপন্ন
মৃত সন্তান পেটে রেখেই সেলাই

মৃত সন্তান পেটে রেখেই সেলাই করার ঘটনায় আটককৃত চিকিৎসক ডা. নাসিমা আক্তার মুন্নীকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়। আদালত এই চিকিৎসকের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। এদিকে মৃত সন্তান নিয়ে প্রসূতি পপি আক্তার (২৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার শরীরে চার ব্যাগ রক্ত দেয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দু’দিনেও মৃত কন্যা সন্তান বের করা সম্ভব হয়নি। তবে আজ রবিবার দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হতে পারে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। প্রসূতির স্বামী যুক্তরাষ্ট্র প্রবাসী জাহাঙ্গীর হোসেন এখন স্ত্রীর পাশেই রয়েছেন। তিনি ঢাকা মেডিক্যাল হাসপাতালের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘ডা. নাসিমা মুন্নী যে সর্বনাশ করেছেন, এমন করুণ পরিণতি আর যেন না ঘটে, সে ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, গাইনি চিকিৎসায় রিকোগনাইজড চারটি ডিগ্রি রয়েছে যা হচ্ছে- এফসিপিএস, এমএস, ডিজিও এবং এমসিপিএস। এর একটিও নেই ডা. নাসিমা আক্তার মুন্নীর। তিনি স্র্রেফ এমবিবিএস ডিগ্রিধারী। কিন্তু এই নিয়েই মুন্সীগঞ্জে একচেটিয়া সবধরনের সিজার করে যাচ্ছেন। তাদের দাপটে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কোণঠাসা। স্থানীয় ক্লিনিক কর্র্তৃপক্ষের যোগসাজশে তিনি চিকিৎসার নামে সাধারণ মানুষকে ফেলছেন নানা বিড়ম্বনায়। তবে নাসিমা আক্তার মুন্নী দাবি করেছেন, তিনি সুচিকিৎসাই করছেন। এ ব্যাপারে মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. বনদীপ লাল দাস শনিবার রাতে জানান, স্র্রেফ এমবিবিএস হয়ে জটিল সিজার করা কোনভাবেই উচিত নয়। ক্লিনিকগুলো বেশি ব্যবসার জন্য কনসাল্টেন্টের (বিশেষজ্ঞ) পরিবর্তে এধরনে চিকিৎসক দিয়ে সিজার করাচ্ছেন। এটি মোটেও ঠিক নয়। তিনি জানান, এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ডা. নাসিমা আক্তার মুন্নী বিসিএস নন। তিনি কোন সরকারী হাসপাতালের চিকিৎসকও নন। তবে শহরের সুপার মার্কেটে একটি ডায়গনস্টিক সেন্টার রয়েছে তার পরিবারের। তিনি স্থানীয় ক্লিনিকগুলোতে অপারেশন করে থাকেন।

জনকন্ঠ

Leave a Reply