রবিবার দুপুরে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের মাঝ পদ্মায় দুটি লঞ্চের সংঘর্ষে এক যাত্রী ছিটকে পদ্মায় পড়ে যায়। এ সময় আহত হয়েছে কমপক্ষে ৫ যাত্রী। অল্পের জন্য ৭ শতাধিক যাত্রীর প্রাণরক্ষা হয়েছে। মাঝ পদ্মায় পড়ে যাওয়া যাত্রীকে উদ্ধার করা হলেও তার সঙ্গে ব্যাগ পাওয়া যায়নি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মাওয়া নৌ-পুলিশ সূত্রে জানা যায়, কাওড়াকান্দি থেকে মাওয়াগামী লঞ্চ এমএল লিপু খানকে মাঝিকান্দি থেকে আসা একই গন্তব্যের এমএল একতা আকস্মিক ধাক্কা দেয়। এতে দুটি লঞ্চেরই ক্ষতি সাধিত হয়। পড়ে যাওয়া যাত্রীকে লঞ্চ কর্তৃপক্ষ তার ক্ষতিপূরণ বাবদ চার হাজার টাকা দেয়। মাওয়া নদীবন্দরের সহকারী বন্দর কর্মকর্তা বদরুল আলম জানান, ঘটনার সময় তিনি কাওড়াকান্দি ঘাটে ডিউটিতে ছিলেন।
জনকন্ঠ
Leave a Reply