প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় মুন্সীগঞ্জের গজারিয়ায় রোববার ভোরে এক কলেজছাত্রীকে অপহরণ করেছে বখাটে ও তার সঙ্গীরা। এ ঘটনায় গজারিয়া থানায় অপহরণ মামলা করা হয়েছে। বখাটে ইমরান হোসেনের বাবা দেলোয়ার হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। রোববার ভোরে জেলার গজারিয়া উপজেলার দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ছাত্রীটি ওই গ্রামের বাসিন্দা। সে গজারিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
শিক্ষার্থীর মা বাদী হয়ে গজারিয়া থানায় রোববার সকালে বখাটে ইমরানকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।
এরপরই কলসেরকান্দি গ্রামে অভিযান চালিয়ে বখাটের বাবা দেলোয়ার হোসেনকে পুলিশ গ্রেফতার করে।
গজারিয়া থানার এসআই মো. হানিফ জানান, উপজেলার দড়িকান্দি গ্রামে রোববার ভোরে মেয়েটি প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়। এ সময় আগে থেকে ওতপেতে থাকা বখাটে ইমরানসহ তার সহযোগীরা ওই কলেজছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ট্রলারে পালিয়ে যায়। কলেজছাত্রীকে উদ্ধার ও অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের টিম মাঠে রয়েছে।
সমকাল
Leave a Reply