মুন্সীগঞ্জের গজারিয়া উপজলা ভূমি অফিসের কর্মচারী সেলিম মিয়াকে মারধর করার ঘটনায় থানায় জিডি রুজু করা হয়েছে। সোমবার দুপুরে সেলিম মিয়া এ জিডি করেন। এদিকে, এ ঘটনায় কর্মচারী সেলিম মিয়া সোমবার দুপুরে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও পৃথক অভিযোগ দাখিল করেছেন।
জানা গেছে, গজারিয়া ভূমি অফিসে রোববার অফিস চলার সময় ফটোস্ট্যাস্ট মেশিনে ফটোকপি করতে যান উপজেলার গোসাইচর এলাকার আশিকুর রহমান, তারেক ও হারুনুর রশীদ নামের ৩ ব্যক্তি। এতে অফিসের এমএলএসএস সেলিম মিয়া বাধা দিলে তারা ফটোস্ট্যাস্ট করতে ব্যর্থ হন।
এরপর অফিস ছুটির পর কর্মকর্তা ফরিদা ইয়াসমিনকে নিয়ে বাড়ি ফেরার পথে সোনালী মার্কেট এলাকায় রিকশার গতিরোধ করে তাকে মারধর করা হয়। এসময় তাকে বাঁচানোর চেষ্টা করলে কর্মকর্তা ফরিদা ইয়াসমিনকেও মারতে উদ্যত হন তারা।
এ ঘটনায় পৃথক দুটি অভিযোগ দাখিল করা হয়েছে।
এপ্রসঙ্গে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply