মাওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়

মাওয়ায় কর্মস্থলে ফেরা যাত্রীর চাপ রবিবারও অব্যাহত ছিল। তবে এ চাপ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। তাই দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে বাস পেয়েছে। তবে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি। মাওয়ায় গিয়ে দেখা যায়, বিভিন্ন নৌযানে করে দক্ষিণবঙ্গের ২১ জেলার লোক ঢাকার উদ্দেশ্যে বাসে চড়তে মাওয়ায় টিকিট কেটে বাসে চড়ছেন। ব্যাপক যাত্রীর কারণে অন্য লাইনের বাস এ লাইনে ঢুকে পড়ায় রবিবার যাত্রীদের বাসের জন্য দুর্ভোগ পোহাতে হয়নি। তবে লোকাল বাসগুলো যাত্রী প্রতি ৪০ টাকার স্থলে আদায় করেছেন ১শ টাকা হারে।

একমাত্র আনন্দ পরিবহনকে দেখা গেছে ঢাকায় নিয়মিত ভাড়া ৬০ টাকা নিতে। তাছাড়া অন্যান্য সরাসরি পরিবহনগুলোও ৬০ টাকার ভাড়া ৮০ হতে ১ শ টাকা যাত্রীদের নিকট থেকে আদায় করেছে। এসব নিয়ন্ত্রনে প্রশাসনের কাউকে কোন প্রকার তৎপরতা চালাতে দেখা যায়নি।

এব্যাপারে মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এসআই খন্দকার খালিদ জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের সুর্নিদিষ্ট অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেয়া যাচ্ছে যায়নি।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply