মীরেশ্বর এলাকায় পলাতক আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মীরেশ্বর এলাকায় দেলোয়ার হোসেন (৩২) নামে ৩ বছরের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার ভোর ৪টার দিকে মীরেশ্বর এলাকার নিজ বসত বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

দেলোয়ার মীরেশ্বর এলাকার আব্দুল কাদেরের ছেলে।

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) সুলতানউদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মীরেশ্বর এলাকার নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ২০০৭ সালে ফেনসিডিলসহ গ্রেফতার হওয়ার পর সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি আদালতে বিচারাধীন থাকাকালে সে জামিনে বেরিয়ে পালিয়ে যায়। সম্প্রতি পলাতক অবস্থায় মাদক বিক্রেতা দেলোয়ার হোসেনকে ৩ বছরের কারাদণ্ডের রায় দেয় আদালত।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply