ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধামারন গ্রামে মোবাইল চুরীকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রবিবার রাতে ৩ জন আহত হয়েছে। জানাগেছে গ্রামের খলিল বেপারীর মেয়ে কল্পনা (১৬) প্রতিবেশী মাধব এর স্ত্রী কল্পনা রানী সুত্রধর এর ঘরে ঢুকে রবিবার দুপুরে তার মোবাইল সেট চুরী করে নিয়ে যায়। এ ঘটনায় স্থাণীয় ইউপি সদস্য মো. রিপন খানকে অবহিত করা হলে রিপন খানঁ বিষয়টি নিয়ে কল্পনাকে চাপ প্রয়োগ করলে কল্পনা তার নীজ ঘর হতে মোবইলটি বের করে দিয়ে বলে আমাকে ফাসাঁতেই ওরা আমার ঘরে মোবইল রেখে গেছে।
এর জের ধরে পরে রাতে কল্পনা তার ভাই জামাল ও তার মা নাছিমা প্রতিপক্ষের বাড়িতে গিয়ে হামলা চালালে কল্পনা সূত্রধর(৩০), মনি রানী সূত্রধর(২২) ও গীতা রানী (৪৫) আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মনি সূত্র ধর এর স্বামী রতন বাদী হয়ে ৩ জনকে আসামী করে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
Leave a Reply