টঙ্গীবাড়ির অপহৃত স্কুল ছাত্রী পটুয়াখালী থেকে উদ্ধার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির অপহৃত স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৪)কে পটুয়াখালীর গলাচিপা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের পর দুস্কৃতকারীরা স্কুল ছাত্রীর মায়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করেছিল। সোমবার স্কুল ছাত্রীকে উদ্ধারের পর সন্ধ্যায় টঙ্গীবাড়ি থানায় নিয়ে আসা হয়। আপহরণকারী চক্রের সদস্য শ্যামল বেপারী এর স্বীকারোক্তি অনুসারে এই অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। তবে এ সময় অপহরণ চক্রের অন্য কোন সদস্যকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, উপজেলার সোনারং পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস বিদ্যালয় থেকে ফেরার পথে শনিবার দুপুরে কতিপয় দুস্কৃতকারী অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ফেরদৌসের মা মাকসুদা বেগম বাদী হয়ে সোনারং গ্রামের সাব্বিরকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে রোববার টঙ্গীবাড়ি থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ রোববার রাতে মামলার অভিযুক্ত আসামি শ্যামলকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া গ্রামের ফারিন প্ল্লাজা মার্কেট থেকে গ্রেপ্তার করে।

পুলিশ এ ঘটনায় শ্যামলকে জিজ্ঞাসাবাদ করলে শ্যামল ঘটনার সত্যতা স্বীকার করে অপহৃত ফেরদৌসকে পটুয়াখালী জেলার গলাচিপায় আটকে রাখা হয়েছে বলে জানায়। পরে টঙ্গীবাড়ি থানা পুলিশ আসামির দেওয়া ঠিকানাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সোমবার সন্ধ্যায় নিয়ে আসে।

টঙ্গীবাড়ি থানার এসআই আরব আলী জানান, অভিযুক্ত অপহরণকারীরা ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে তার মায়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এ ঘটনায় ভিকটিমকে উদ্ধার এবং গ্রেপ্তারকৃত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জাস্ট নিউজ
===============

টঙ্গীবাড়ীতে অপহৃত স্কুল ছাত্রী পটুয়াখালী হতে উদ্ধার

ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং হতে অপহৃত স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদৌস(১৪) কে পটুয়াখালী জেলার গলাচিপা হতে গতকাল সোমবার উদ্ধার করছে পুলিশ। আপহরনকারী চক্রের সদস্য শ্যামল বেপারী এর স্বীকারোক্তি আনুসারে এই অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। তবে এ সময় অপহরণ চক্রের অন্য কোন সদস্যকে গ্রেফতার করা যায়নি।

জানাগেছে, উপজেলার সোনারং পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস বিদ্যালয় হতে ফেরার পথে শনিবার দুপুরে কতিপয় দূস্কৃতিকারী অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ফেরদৌসের মা মাকসূদা বেগম বাদী হয়ে সোনারং গ্রামের সাব্বিরকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে রবিবার টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ রবিবার রাতে মামলার অভিযুক্ত আসামী শ্যামলকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া গ্রামের ফরেন প্লাজা মার্কেট হতে গ্রেফতার করে।

পুলিশ এ ঘটনায় শ্যামলকে জিজ্ঞাসাবাদ করলে শ্যামল ঘটনার সত্যত্যা স্বীকার করে অপহৃত ফেরদৌসকে পটুয়াখালী জেলার গলাচিপায় আটকে রাখা হয়েছে বলে জানায়। পরে টঙ্গীবাড়ী থানা পুলিশ আসামীর দেওয়া ঠিকানাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। টঙ্গীবাড়ী থানা এস, আই আরব আলী জানান, অভিযুক্ত অপহরণকারীরা উক্ত স্কুল ছাত্রীকে অপহরণ করে তার মায়ের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। এ ঘটনায় অভিযুক্ত আসামী শ্যামল এর স্বীকারোক্তি অনুসারে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply