সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা বলেছেন, এই সরকারের আমলে ভাল কিছু আশা করা যায় না। দেশ ভালোর দিকে যাচ্ছে না। তারা এতো মিথ্যা কথা বলে, তাদের সঙ্গে আমরা পারি না। এই মুহূর্তে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ২শ’র বেশি আসন পেয়ে সরকার গঠন করবে। এই সরকার ব্যবসাবান্ধব সরকার নয়, ক্ষমতা ধরে রাখার সরকার।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় লৌহজংয়ের কলমায় নিজ বাড়িতে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সিনহা বলেন, সামনে আমাদের কঠিন সময় আসছে। তাই জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সজাগ থাকতে হবে, সবাইকে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এখনো আওয়ামী লীগ মুসলিম লীগ-বাকশালী কালচার ফলো করে আসছে। আমরা সে কালচার তৈরি করতে পারিনি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, সহ-সভাপতি শাহজাহান খান, মোশারফ হোসেন পুস্তি, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপি’র সভাপতি খান মনিরুল মনি পল্টন, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, লৌহজং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কহিনূর সিকদার, জেলা ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।
জাস্ট নিউজ
=============
‘নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ২শয়ের বেশি আসন পাবে’
এই মুহূর্তে দেশে নিরপেক্ষ সংসদ নির্বাচন হলে বিএনপি ২শয়ের বেশি আসন পেয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা।
বৃহস্পতিবার সন্ধ্যায় লৌহজংয়ের কলমায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান বলেন, ‘বর্তমানে দেশ ভালোর দিকে যাচ্ছে না। দ্রব্যমূল্য বৃদ্ধিসহ একাধিক কারণে জনগণের নাভিশ্বাস উঠেছে।‘
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, শিল্পপতি মোশারফ হোসেন পুস্তি, জেলা ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply