মুন্সীগঞ্জ শহরে পুলিশের অভিযানে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ জেলা ছাত্রলীগের সভাপতির ছোট ভাইসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে শহরের উত্তর ইসলামপুর এলাকায় ২০ পিস ইয়াবাসহ ১ জনকে, দেওভোগ এলাকায় ৩৬ পিস ইয়াবাসহ ৫ জনকে ও বৃহস্পতিবার বিকেলে মুন্সীরহাট এলাকায় ৪০ পিস ইয়াবাসহ জেলা ছাত্রলীগ নেতার ভাইসহ আরো ২ জন গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সদর থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার বিকেল পৌনে ৫ টার দিকে শহরের মুন্সীরহাট এলাকায় অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আশাদুজ্জামান সুমনের অপন ছোট ভাই আশিকুজ্জামান ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের একই টিম বুধবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকা অভিযান চালিয়ে শরীফ নামে এক মাদক বিক্রেতাকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
এদিকে, সচেতন নাগরিকদের নালিশ পেয়ে বুধবার রাত ১১ টার দিকে শহরের দেওভোগ এলাকায় মক্ষীরানী মুক্তার ভাড়া বাসায় পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান নিজেই সঙ্গীয় ফোর্সযোগে অভিযানে নামে। এ সময় জেলা কারাগারের কারারক্ষী মাহমুদুল হাসন, রনি সরকার, মাসুম ও শাহজালাল নামে ৪ জনকে ইয়াবা সেবন করিয়ে দিচ্ছে মক্ষীরানী মুক্তা-এমন ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হতে হয় খোদ পুলিশ সুপারকে। এ সময় পুলিশ মক্ষীরানী মুক্তাসহ ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। মক্ষীরানীর বাসা থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও সেবনে ব্যবহারের সামগ্রী ১ টাকা, ৫ টাকা ও ১০ টাকা নোটের তৈরি ১০টি পাইপ, ৫ পিস ফুয়েল, ১টি খেলনা পিস্তল উদ্ধার করে পুলিশ। এ সব ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply