সিরাজদিখানে ইউসিসিএ এর ৩৭ তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বুধবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা পরিষদের হলরুমে সিরাজদিখান উপজেলা ইউসিসিএ লিঃ- এর ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। সিরাজদিখান উপজেলা ইউসিসিএ লিঃ-এর সভাপতি অধ্য গিয়াসউদ্দিন মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা ইউসিসিএ লিঃ-এর সহ-সভাপতি আঃ খালেক বেপারী, সিরাজদিখান উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ বেলাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম সোহরাব হোসেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক সামসুল হক, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ মনির হোসেন মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা শুভন কুমার ধর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রাকিব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, মোঃ শেখ সাদী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহসিন রেজা, বিক্রমপুর কেবি ডিগ্রী মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল সামসুল হক হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সীমা ব্যার্নাজী, উপজেলা একটি বাড়ি একটি খামারের প্রকল্প সমন্বয়কারী শুশান্ত চক্রবর্তী, সিরাজদিখান বাজার কমিটির সাধারণ সম্পাদক দলিলউদ্দিন মাষ্টার ও রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার প্রমুখ।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply