লৌহজংয়ের খুন হবার ১৫ দিন পর বৃদ্ধার লাশ কবর থেকে উত্তোলন

খুন হবার ১৫ দিন পর এক বৃদ্ধার লাশ ময়না তদন্তের জন্য শুক্রবার কবর থেকে লাশ উত্তোলন করেছে লৌহজং থানা পুলিশ।এর পূর্বে ১৭ আগষ্ট কবর থেকে লাশ তোলতে জেলা প্রশাসকের অনুমতি চেয়ে ম্যাজিষ্ট্রেট নিয়োগের জন্য আবেদন করে লৌহজং থানা পুলিশ। বৃহস্পতিবার জেলা প্রশাসকের অনুমতিপত্র পাবার পর শুক্রবার মুন্সীগঞ্জের নির্বাহী ম্যজিষ্ট্রেট আব্দুল কাদেরের উপস্থিতিতে উপজেলার পালগাঁও কবর স্থান থেকে লাশ উত্তোলন করে পুলিশ।

এসময় লৌহজং থানার ওসি (তদন্ত) একেএম মাসুদ খান, মামলার আয়ু আস আই বিল্লাল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কবর থেকে লাশ তুলে ময়না তদন্তের জন্য শুক্রবারই লাশটি মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে লাশের গায়ে পচন ধরেছে বলে জানিয়েছেন মামলার আয়ু এস আই বিল্লাল হোসেন।

লৌহজং থানার ওসি (তদন্ত) একেএম মাসুদ খান জানান, লৌহজং উপজেলার পালগাঁও গ্রামের মরহুম রোস্তম হাওলাদারের স্ত্রী জমিলা খাতুন (৯০)-এর লাশ গত ১৫ আগষ্ট বুধবার বেলা ১১টায় বাড়ির পাশের পুকুর পারে পাওয়া যায়। অসাবধানতাবশত পানিতে পরে তার স্বাভাবিক মৃত্য হয়েছে ভেবে তাকে ওই দিনই পালগাঁও গ্রামের কবরস্থানে পারিবারিকভাবে দাফন করা হয়। কিন্তু জামিলার গলায় স্বর্ণের চেইনটি না থাকায় পরিবারের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পুলিশ ১৬ আগষ্ট বৃহস্পতিবার আল আমিন নামে স্থানীয় এক বখাটেকে আটক করে।ব্যাপক জিজ্ঞাসাবাদে আল আমিন পুলিশের কাছে স্বীকার করে নেশা(ইয়াবা) কেনার টাকার জন্য সে বৃদ্ধা জামিলাকে পালিতে চুবিয়ে হত্যা করে গলায় থাকা স্বর্ণের চেইনটি ছিনিয়ে নেয়। এ ব্যাপারে ১৬ আগষ্ট বৃহস্পতিবার রাতেই লৌহজং থানায় হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে নিহত জামিলার পুত্র ফরহাদ হোসেন বাদী হয়ে লৌহজং থানায় একটি মামলা দায়েল করে।মামলা নং ১০ ।

গ্রেফতারকৃত আল আমিনকে ৭ দিনের রিমান্ড চেয়ে ১৭ আগষ্ট শুক্রবার মুন্সীগঞ্জ কোটে চালান আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে এবং একই সাথে নিহত জামিলার লাশ কবর থেকে উত্তোলন করতে জেলা প্রশাসকের অনুমতি চেয়ে আবেদন করা হয়। বৃহস্পতিবার অনুমতি পাবার পর শুক্রবার কবর থেকে লাল তুলে ময়না তদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়।

শেখ সাইদুর রহমান টুটুল : বাংলাপোষ্ট২৪

Leave a Reply