মুন্সীগঞ্জের চরাঞ্চলে গোলাগুলি গুলিবিদ্ধ ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে একই গোষ্ঠীর দু’গ্রুপের গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২ জন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ মামুন মিয়া ও রহমত উল্লাহ ওরফে রক্কা ডাকাতকে গোপনে ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। অপর আহত প্রয়াত ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন মৃধার ছোট ছেলে রাজু মৃধাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে টরকী গ্রামে মৃধা গোষ্ঠীর দু’গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় ১০-১২ রাউন্ড গুলি ও ৫-৬টি ককটেল বিস্ফোরণ হয়।

গ্রামবাসী জানায়, দীর্ঘদিন ধরে মৃধাা গোষ্ঠীর একটি গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছেন সাবেক ইউপি চেয়ারম্যান তোবারক হোসেন রতন মৃধা ও মহিউদ্দিন মৃধা। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন প্রয়াত ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন মৃধার ছেলে সেলিম মৃধা ও রাজু মৃধা। এতে সাবেক চেয়ারম্যান রতন মৃধা গ্রুপের ১০-১২ জন লোক প্রায় এক বছর আগে গ্রাম থেকে বিতাড়িত হয়। তিন দিন আগে তারা গ্রামে ফিরে এলে উত্তেজনা ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে শুক্রবার রাতে রতন মৃধা-মহিউদ্দিন মৃধা গ্রুপের গোষ্ঠীয় লোকজন উত্তর মৃধা বাড়ির কবরস্থানের সামনে প্রতিপক্ষ সেলিম ও রাজু মৃধার গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় উভয় গ্রুপের মধ্যে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় রাতেই সদর থানা পুলিশের একটি টিম টরকী গ্রাম পরিদর্শন করেছে। গুলিবিদ্ধ মামুন ও রহমতউল্লাহ চরাঞ্চলের ৫টি ইউনিয়নে সংঘটিত একাধিক ডাকাতির মামলার পলাতক আসামি বলে সদর থানা পুলিশ দাবি করেছে।

মানবজমিন

Leave a Reply