মুন্সীগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মামলা দায়ের
সরকারি কাজে বাধা দেওয়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাওহীদা আক্তারের দায়ের করা মামলায় মুন্সীগঞ্জে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন খান স্বপনকে (৪৮) রোববার বিকেলে পুলিশ গ্রেফতার করলে সন্ধ্যায় তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ব্যাপক পুলিশ মোতায়েনের মধ্য দিয়ে রোববার বিকেল ৪ টার দিকে আদালত প্রাঙ্গনের সামনের সড়ক থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর থানা পুলিশ তাকে জেল হাজতে পাঠায়। অ্যাডভোকেট সালাউদ্দিন খান স্বপন শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি। এ ঘটনায় বিকেলেই আইনজীবীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আদালত প্রাঙ্গন থেকে বের হয়ে সদর থানার সামনে এসে শেষ হয়। এ সময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে সাবেক সাধারণ সম্পাদকের গ্রেফতারের প্রতিবাদে সভা করে। এ সময় অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহসহ অন্যান্য আইনজীবীরা গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন।
এদিকে, রোববার দুপুরে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাওহীদা আক্তার বাদী হয়ে অ্যাডভোকেট সালাউদ্দিন খান স্বপনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান ও তাকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উল্লেখ করে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। মামলা নম্বর-৩১৫/১২। এ মামলায় এ দিন বিকেলে আইনজীবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক তাকে গ্রেফতার করে।
বাংলা ২৪ বিডি নিউজ
================
মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে
সরকারি কাজে বাধা দেওয়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মুন্সীগঞ্জে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন খান স্বপন (৪৮)কে পুলিশ গ্রেপ্তার করেছে। মুন্সীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাওহীদা আক্তারের দায়ের করা মামলায় রবিবার বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সন্ধ্যায় তাকে থানা থেকে সরাসরি জেল হাজতে প্রেরণ করা হয়।
আদালত পাড়ায় ব্যাপক পুলিশ মোতায়েনের মধ্য দিয়ে অ্যাডভোকেট স্বপন বাড়ি ফেরার পথে রবিবার বিকেল পৌনে ৪ টার দিকে আদালত প্রাঙ্গণের সামনের সড়ক থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে জেল হাজতে পাঠায়।
তিনি শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতিও। এ ঘটনায় বিকেলেই আইনজীবীদের একাংশ শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে থানার সামনে এসে শেষ হয়। এ সময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে সাবেক সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের প্রতিবাদে সভা করে। এ সময় অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহসহ অন্যান্য আইনজীবীরা গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন।
এদিকে রবিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাওহীদা আক্তার বাদী হয়ে অ্যাডভোকেট সালাউদ্দিন খান স্বপনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান ও তাকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন।
জাস্ট নিউজ
=============
মুন্সীগঞ্জে আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার, প্রতিবাদে মিছিল
মামলা হয়েছে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোয়াজ্জেম হোসেনের আদালতে
মুন্সীগঞ্জে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ শহর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড্যাভোকেট সালাউদ্দিন স্বপনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়া ও মানহানির অভিযোগ এনে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাওহীদা আক্তার বাদী হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করলে রোববার বিকেল ৪টায় আদালত সংলগ্ন রাস্তা থেকে তাকে সদর থানা পুলিশ গ্রেফতার করে।
পরে সন্ধা সাড়ে ৬টার দিকে গ্রেফতার হওয়া এড্যাভোকেট সালাউদ্দিন খাণ স্বপন সদর থানা পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়। এদিকে গ্রেফতারের পর তার সমর্থিত আইনজীবীরা আদালত চত্তর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সদর থানার সামনে প্রতিবাদ সভা করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, সরকারি কাজে বাধা দেওয়া ও মানহানির অভিযোগে আদালতে দায়ের করা সিআর মামলায় (নং ৩১৫/১২) ওয়ারেন্ট জারি করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি আরও জানান, রোববার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে সরকারি কাজে বাধা দেওয়া ও বিচারককে মানহানি করার অভিযোগে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাওহীদা আক্তার এড্যাভোকেট সালাউদ্দিন খান স্বপনকে আসামী করে সিআর মামলা রুজু করে। এতে বিচারক মামলার আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ পরিদর্শক (এসআই) সুলতানউদ্দিন জানান, গ্রেফতার হওয়া এড্যাভোকেট সালাউদ্দিন খাণ স্বপনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে গ্রেফতার হওয়া এড্যাভোকেট সালাউদ্দিন খান স্বপন বলেন, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাওহীদা আক্তারের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় উদ্দেশ্য প্রনোদিত হয়ে এ মামলা রুজু করেছেন।
বাংলাপোষ্ট২৪
==========
মুন্সীগঞ্জে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার
সরকারি কাজে বাধা দেওয়া ও মানহানির অভিযোগে মুন্সীগঞ্জে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন স্বপনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেল ৪টার দিকে আদালত সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্বপন মুন্সীগঞ্জ শহর বিএনপির সিনিয়র সহসভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে।
পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে সদর থানা পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়।
এদিকে, অ্যাডভোকেট সালাউদ্দিন স্বপনকে গ্রেফতারের পর তার সমর্থিত আইনজীবীরা বিক্ষোভ মিছিল নিয়ে সদর থানার সামনে প্রতিবাদ সভা করেন। এছাড়া আদালত চত্বরে আইনজীবীরা পৃথক মিছিল করেন।
অন্যদিকে, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির নেতারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করে বিকেল সাড়ে ৫টার দিকে বৈঠকে মিলিত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বাংলানিউজকে জানান, সরকারি কাজে বাধা দেওয়া ও মানহানির অভিযোগে আদালতে দায়ের করা সিআর মামলায় (নং ৩১৫/১২) ওয়ারেন্ট জারি করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
রোববার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক আদালতে সরকারি কাজে বাধা দেওয়া ও বিচারককে মানহানি করার অভিযোগে অ্যাডভোকেট সালাউদ্দিন খান স্বপনকে আসামি করে সিআর মামলা রুজু করা হয়। এতে বিচারক মামলার আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। তবে এ মামলার বাদী কে হয়েছেন, তা পুলিশ জানাতে পারেনি।
এ বিষয়ে গ্রেফতার হওয়া অ্যাডভোকেট সালাউদ্দিন খান স্বপন বাংলানিউজকে বলেন, ‘জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাওহীদা আক্তারের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় উদ্দেশ প্রণোদিত হয়ে এ মামলা রুজু করা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply