লোকনাথ আবির্ভাব উৎসব

মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর লক্ষ্মী নারায়ণ জিউর মন্দিরে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসব চলছে। শনিবার রাতে শুরু হওয়া এই উৎসব চলবে ৪ দিন ধরে। এতে ভক্তিমূলক গান, ভগবত পাঠ, বাল্যভোগ, রাজভোগ চলছে। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলায় পরিণত হয়েছে। সুদূর গোপালগঞ্জ থেকে উৎসবে রবীন্দ্র মৈত্র এবং দোহার জয়পাড়া থেকে নূপুর গোস্বামী ভগবত পাঠ করছেন। আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে থাকা অভিজিৎ দাস ববি জানান, গভীর রাত পর্যন্ত চলছে এই ধর্মীয় অনুষ্ঠান। মুন্সীগঞ্জের বাইরে থেকেও অনেক পুণ্যার্থী এতে অংশ নিচ্ছেন। সমাপনী দিবস মঙ্গলবার হবে মহোৎসব। এ দিন প্রসাদ বিতরণ করা হবে।

জনকন্ঠ

Leave a Reply