মুন্সীগঞ্জে ‘খসরু বাহিনী’র ইকবাল গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার বনিক্যপাড়া এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে একনলা কাটা বন্দুক ও কার্তুজসহ শীর্ষ সন্ত্রাসী খসরুর অন্যতম সহযোগী ইকবাল সৈয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে সদর থানা পুলিশের একটি টিম এ অভিযান চালায়। এ সময় ১টি একনলা কাটা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সদর থানার সেকেন্ড অফিসার এসআই সুলতান আহমেদ জানান, বনিক্যপাড়া বেইলী ব্রীজের ঢাল থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ ইকবাল সৈয়ালকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের ভুলু সৈয়ালের ছেলে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বল¬াল বাড়ি গ্রামের খসরুর অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র, চাঁদাবাজি ও অপহরনসহ পৃথক সাতটি মামলা রয়েছে। গতকাল বুধবার সকালে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হলে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

এদিকে, মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাট থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা রাতে সদর থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম মুন্সীরহাটে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় নুর হোসেন ওরফে নুরাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গতকাল বুধবার সকালে গ্রেফতারকৃত ইয়াবা বিক্রেতার বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে । দুপুরে ইয়াবা বিক্রেতা নুর হোসেনকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।

বাংলা ২৪ বিডি নিউজ

==============

খসরু বাহিনীর দ্বিতীয় প্রধান ইকবাল গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পুলিশের তালিকায় শীর্ষ সন্ত্রাসী ‘খসরু বাহিনীর’ দ্বিতীয় প্রধান ও ছয়টি মামলার আসামি ইকবাল হোসেন (২৮) পাঁচ রাইন্ড গুলি ভর্তি কাটা রাইফেলসহ গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৩টায় তাকে সদর উপজেলার বনিক্যপাড়া সেতুর কাছ থেকে গ্রেপ্তার করে পুলিশ।অভিযানে নেতৃত্বদানকারী সদর থানার এসআই নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারের সময় ইকবাল দৌড়ে পালাতে গিয়ে আহত হন। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

“তিনি কোন নাশকতামূলক কাজের জন্য বেইলি ব্রিজে পাইচারী করছিল।” “সম্প্রতি খসরু গ্রেপ্তারের সময় ইকবাল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। খসরু গ্রেপ্তারের পর সন্ত্রসী বাহিনীটির নেতৃত্ব দিচ্ছিল ইকবাল।”

এই বাহিনী মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে আসছে বলে জানায় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply