মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল দক্ষিন টরকী গ্রামে গোষ্ঠীগত দ্বন্ধের জের ধরে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত সিকদার ও গাজী গোষ্ঠীর মধ্যে দু’দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে লক্ষী বিবি, ইয়াসিন, রুবেল তোফাজউদ্দিন সিকদারকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতারে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গ্রামবাসী জানায়, দীর্ঘ দিন ধরে দক্ষিন টরকী গ্রামের গাজী ও সিকদার গোষ্ঠীর মধ্যে দ্বন্ধ চলে আসছে। ওই দ্বন্ধের জের ধরে মঙ্গলবার রাত ৯ টার দিকে সুফিয়ান গাজীর নেতৃত্বে গোষ্ঠীয় কয়েকজন যুবক কামাল সিকদারের বসত ঘর লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সংঘর্ষে আহতদের চিতলীয়া বাজার হয়ে জেলা শহরে চিকিৎসার জন্য পাঠানোর পর গ্রামে ফিরে গেলে রাত ১১ টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষে লিপ্ত হন তারা। উভয় গোষ্ঠীর পক্ষেই একে অপরকে ঘায়েল করতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply