শিগগির গার্মেন্টস শিল্পপার্ক বাস্তবায়ন করা হবে

বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানির বিশাল সম্ভাবনা কাজে লাগাতে দ্রুততম সময়ের মধ্যে গার্মেন্টস শিল্পপার্ক প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেন, বিসিকের মাধ্যমে ৩০০ একর জমিতে এ শিল্পপার্ক গড়ে তোলা হচ্ছে। মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় বাউসিয়া মৌজায় অত্যাধুনিক ও পরিবেশবান্ধব এ শিল্পপার্ক স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা জানান।

বৈঠকে বিসিক চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, মহাসচিব এহসান উল ফাত্তাহ, সংগঠনের গার্মেন্টস পল্লী স্থাপন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি খন্দকার এম রহমান শামীমসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিএমইএর নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠেেক বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, বিশ্ববাজারে বাংলাদেশী তৈরি পোশাক শিল্পের ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। তবে জনবলের সংকটের কারণে বিশ্বের অন্যতম গার্মেন্টস পণ্য রপ্তানিকারক দেশ চীন বর্তমানে বাংলাদেশী তৈরি পোশাকের ওপর নির্ভর করছে। চীনের অনেক নামী-দামি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তৈরি পোশাক কিনে তাদের ব্যবসা সম্প্রসারণ করছে। চীন অদূর ভবিষ্যতে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির বিরাট বাজারে পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন। রপ্তানির এ সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত গামেন্টস শিল্পপার্ক স্থাপনের দাবি জানান।

বিজিএমইএর নেতারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব শিল্পায়ন জরুরি। এ লক্ষ্যে তৈরি পোশাক শিল্পখাতের উদ্যোক্তারা পরিবেশবান্ধব গার্মেন্টস শিল্প গড়ে তুলতে আগ্রহী। সরকারিভাবে জমির ব্যবস্থা করলে তারা নিজস্ব উদ্যোগেই গার্মেন্টস শিল্পের জন্য গাজীপুর, আশুলিয়া ও সাভারে সিইটিপি স্থাপনের প্রস্তাব করেন। তারা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) এর পরিবর্তে সরকারি অর্থায়নে (জিওবি) দ্রুত গার্মেন্টস শিল্পপার্ক স্থাপনের দাবি জানান। এ ক্ষেত্রে প্রকল্পের ব্যয় উদ্যোক্তারা সরকার নির্ধারিত পদ্ধতিতে পরিশোধ করতে আগ্রহী বলে তারা উল্লেখ করেন।

শিল্পমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তৈরি পোশাকের রপ্তানি বাড়াতে মহাজোট সরকার কাজ করছে। চলতি বছর ৮-১০ অক্টোবর বাংলাদেশে ডি-৮ শিল্পমন্ত্রীদের সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলন ডি-৮ভুক্ত দেশগুলোতে তৈরি পোশাকসহ বাংলাদেশী শিল্প পণ্য রপ্তানি প্রসারের চমৎকার সুযোগ সৃষ্টি করবে। তিনি আসন্ন ডি-৮ সম্মেলনে সক্রিয়ভাবে অংশ নিতে বিজিএমইএ নেতাদের পরামর্শ দেন।

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গজারিয়ার বাউসিয়া এলাকায় গার্মেন্টস শিল্পপার্ক প্রকল্প বাস্তবায়ন করা হবে। ৭৪৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পে ডাইং, ওয়াশিং ও ফিনিশিং শিল্পের জন্য ৯৭৬টি শিল্প প্লট থাকবে। প্রকল্পের আওতায় সিইটিপি, ডাম্পিং ইয়ার্ডসহ আধুনিক ও পরিবেশবান্ধব শিল্পপার্কের অন্যান্য সুবিধা থাকবে। পিপিপির আওতায় বাস্তবায়নের জন্য ২০১২-১৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ইতোমধ্যে এ প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে।

জাস্ট নিউজ

Leave a Reply