পাইওনিয়ার পেপার মিলকে ২৫ লাখ টাকা জরিমানা

সাত বছর ধরে বেআইনীভাবে পেপার মিল পরিচালনা করে মেঘনা নদী দূষণের দায়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় পাইওনিয়ার পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড কর্তৃপক্ষকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। অধিফতরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, “পরিবেশ অধিদফতরের অবস্থানগত ছাড়পত্র গ্রহণ না করে গত ২০০৬ সালে কারখানাটি নির্মাণ করা হয়। কারখানাটি পরিবেশ ছাড়পত্র ছাড়া এবং ইটিপি নির্মাণ ছাড়াই দৈনিক ৫/৬ টন পেপার তৈরি করে পুরোদমে উৎপাদন কাজ চালিয়ে আসছিল।

কারখানার চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদকে পরিবেশ অধিদফতরে তলব করে এ দণ্ড প্রদান এবং অবিলম্বে কারখানা বন্ধের আদেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ফৌজদারী মামলার জন্য মুন্সিগঞ্জ কার্যালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, “এ কারখানায় অশোধিত তরল বর্জ্য স্থানীয় খাল হয়ে মেঘনা নদীতে মিশ্রিত হচ্ছে। এ বর্জ্য মেঘনা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কারখানাটি পরিবেশ আইনে লাল-শ্রেণীভুক্ত। পরিবেশ অধিদফতরের তদন্তে এ কারখানা থেকে ২০০৬ হতে এ যাবত ১৬ কোটি লিটার দূষিত তরল বর্জ্য মেঘনা নদীতে মিশ্রিত হয়েছে।”

তিনি বলেন, “কারখানার মালিক জালাল উদ্দিন শুনানিতে পরিবেশ আইনের নির্দেশনা, দূষণের ক্ষতি ও প্রভাব এবং পরিবেশ রক্ষায় করণীয় সম্পর্কে কিছু জানতেন না বলে দাবি করে তার জরিমানা মওকুফের আবেদন করেন।”

পরিচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “অর্থের লোভে এসব অশিক্ষিত ও অবিবেচক উদ্যোক্তা পরিবেশ ধ্বংসের প্রতিযোগিতায় নেমেছে। পেপার মিলের বর্জ্যে মারাত্মক ক্ষারীয় পদার্থ থাকে- যা পরিবেশের জন্য ধ্বংসাত্মক। বুড়িগঙ্গা, শীতলক্ষা ও তুরাগ ধ্বংসের পর এখন মেঘনা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে দূষণকারীরা। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নদী দূষণের এ প্রবণতা বন্ধ করতে হবে।”

বার্তা২৪

Leave a Reply