সরকারি টাকায় নিজ বাড়ির রাস্তা!

নিজ জেলায় কর্মরত থেকে সরকারি টাকায় নিজের বাড়ির রাস্তার তৈরী করছেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী! ইতোমধ্যেই এ রাস্তায় ব্যয় করেছেন সরকারের ৩ লাখ ৬০ হাজার টাকা। এটি বর্ধিত করতে আবার নতুন প্রকল্পে আরও ১০ লাখ টাকা বরাদ্দ রেখে ঠিকাদার নিয়োগ সম্পন্ন করছেন। দুটি কাজেরই আবার ঠিকাদারী পেয়েছেন এই প্রকৌশলীর আপন মামাতো ভাই। রাস্তাটি নির্মাণে ফসলী জমি কেটে সাবার করা হচ্ছে। বাধা দিয়ে টিকতে না পারায় ক্ষতিগ্রস্ত দুই জমির মালিক আদালতের দারস্ত হয়েছেন। এই অভিযোগ অস্কীকার করে প্রকৌশলী ইস্রাফিল-আল- হারুন জানান, প্রকাশ্য লটারীর মাধ্যমেই তার মামাতো ভাই আনোয়ার আব্বাসীর প্রতিষ্ঠান ‘আব্বাসী এন্টার প্রাইজ কাজ দুটি পেয়েছে। তাঁর বাড়ি শুধু নয় এই রাস্তা সুফল পাবেন আরও অনেকেই। রাস্তা তৈরী করতে গিয়ে নিজ বাড়ি পড়ে গেলে রাস্তাতো আর বন্ধ করা যায় না। রাস্তা করতে গেলে সামান্য জমিতো লাগবেই। যারা এই রাস্তার বিরোধীতা করছেন তারা ভালো লোকনয়।

অন্যদিকে গ্রামবাসী আলহাজ আব্দুল মোতালেব অভিযোগ করেছেন- শুধু এই প্রকৌশলীর বাড়ির জন্যই অপ্রয়োজনীয় রাস্তাটি করেছেন ক্ষমতার অপপ্রয়োগ করে। অথচ অনেক গুরুত্বপূর্ণ রাস্তা করা হচ্ছে না। জোরপুল-চালতাতলা-ইছাপুরা সড়কের খিদিরপাড়া পয়েন্ট থেকে এই প্রকৌশলী বাড়ি পর্যন্ত রাস্তা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। রাস্তাটি করার জন্য আব্দুল মজিদ শেখ, মহিউদ্দিন পাখি, আব্দুল হাকিম, মো. খলিল ও হিরন মিয়ার ফসলী জমি নষ্ট হয়েছে। জমি ঠেকাতে না পেরে মহিউদ্দিন পাখি ও হিরন মিয়া আদালতে মামলা করেছেন।

তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে- ভিলেস পলেটিক্সের কারণে রাস্তা নির্মাণ নিয়ে পক্ষে বিপক্ষে নানা অভিযোগ উঠেছে। বিভক্ত হয়েছে গ্রামবাসীরাও।

এদিকে গত ৪ এপ্রিল ইস্যুকৃত মুন্সীগঞ্জ জেলা পরিষদের ৩/২০১১-২০১২ নং দরপত্রের ১০ নং প্রকল্প হিসাবে রয়েছে এই রাস্তাটি বর্ধিত করণ লৌহজং উপজেলাধীন খিদিরপাড়া জামে মসজিদ হতে খিদিরপাড়া হাইস্কুল পর্যন্ত রাস্তার অসমাপ্ত কাজ সমাপ্ত করণ (আংশিক)” রয়েছে এই শিরোনামে।

তবে জেলা পরিষদের এই প্রকৌশলী জানান, ১০ লাখ টাকার এই প্রকল্পের কাজ এখনও শুরু হয়নি। আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে পয়লা এপ্রিলের মধ্যে এই কাজ সম্পাদনের জন্য নিযুক্ত প্রতিষ্ঠান ‘আব্বাসী এন্টার প্রাইজ’কে ওয়ার্ক অডার দেয়া হয়েছে।

অনুমোদতি প্রকল্প অনুযায়ী রাস্তাটি যথাযথ স্থান থেকে শুরু না করে প্রকৌশলী ইস্রাফিল-আল- হারুনের বাড়ি থেকে শুরু করায়ই এলাকায় অসেন্তাষ দেয়া দেয় বলে জেলা পরিষদ সূত্র জানিয়েছে। অভিযোগ পাওয়ার পর জেলা পরিষদ প্রশাসক আলহাজ মো. মহিউদ্দিন ও জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সরেজমিন পরিদর্শন করেছেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন জানান, বিষয়টি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply