মুন্সীগঞ্জে হামলায় আহত ৪

মুন্সীগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষের লোকজন কর্মস্থলে না যাওয়ায় এক টেকনিশিয়ানের বাড়িতে হামলা চালিয়েছে। এ সময় টেকনিশিয়ানসহ তার পরিবারের ৪ জন আহত হয়েছেন। আহত টেকনিশিয়ান স্বপন মণ্ডল, তার বাবা পরিমল মণ্ডল, মা উজ্জল রানী ও ছোট ভাই অপু মণ্ডলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনিশিয়ান স্বপন মণ্ডল জানান, কর্মস্থলে কিছুদিন ধরে যোগ না দেয়ায় মালিকপক্ষের ১০-১২ জন লোক অতর্কিতে তার বসতবাড়িতে এ হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার বাবা, মা ও ভাইকেও মারধর করে। জেলার টঙ্গীবাড়ি উপজেলার আলদী বাজারস্থ সিটি ডায়াগনস্টিক সেন্টারে তিনি টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এ ব্যাপারে ডায়াগনস্টিক সেন্টারের মালিক আরিফ হোসেন জানান, বেশ কয়েক দিন যাবত তার প্রতিষ্ঠানের টেকনিশিয়ান স্বপন মণ্ডল কোন কিছু না জানিয়েই কর্মস্থলে আসছেন না। এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ নিয়ে ওই টেকনিশিয়ানের সঙ্গে তার লোকজনের কথা কাটাকাটি ও সামান্য হাতাহাতি হয় বলে তিনি জানান।

মানবজমিন

Leave a Reply