অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে র‌্যাব-২, আটক ১

মুক্তিপন দাবি ৫০ লাখ টাকা
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে অপহৃত মজিবুর রহমানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে বৃহস্পতিবার রাত ৮ টায় উদ্ধার করে র‌্যাব-২ এবং আটক করেছে অপহরনকারী ১ জনকে।
আটককৃত অপহরন কারি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেব রামপুর গ্রামের, মৃত এমএ খালেকের ছেলে-সুজন (২৭)।

জানাযায়, ৫ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর শ্যামলী বাস কাউন্টারে মজিবুর রহমান চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে কাউন্টারের সামনে রাসেল স্কায়ার পর্যন্ত পৌছালে হঠাত একটি সাদা মাইক্রোবাস কিছু বুঝে ওঠার আগেই ভীতরে ঢুকিয়ে চোখ হাত বেঁধে ফেলে। একটি অজ্ঞাত স্থানে নিয়ে নির্মম নির্যাতন চালায় এবং ৫০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে।

৬ সেপ্টেম্বর বিকাল সারে ৫ টায় এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালে মুক্তি পনের জন্য শুধু ৫লক্ষ টাকা নিয়ে মজিবুরের ত্রী ও ভাই দাড়িয়ে থাকে, মোবাইলে যোগাযোগ করে টাকা নেওয়ার সময় ওৎ পেতে থাকা র‌্যাব-২ সদস্যরা অপহরনকারী সুজনওকে আটক করে।

সুজনের স্বীকারোক্তি অনুযায়ী রাজধানীর শংকর এলাকার জাফরাবাদের একটি বাড়ির ৭তম তলার ফ্ল্যাটের তালা ভেঙ্গে ব্যাবসায়ী মজিবুর রহমানকে উদ্ধার করে র‌্যাব-২ সদস্যরা। অপহরন কারীর বিরুদ্ধে শুক্রবার কলাবাগান থানায় মামলা হয়েছে।

সেলিনা ইসলাম – বাংলাপোষ্ট২৪
=====================

মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন প্রকৌশলী মজিবুর

নূরুজ্জামান: মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন অপহৃত প্রকৌশলী মজিবুর রহমান (৪০)। ২৩ ঘণ্টার নির্মম নির্যাতন শেষে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেয়েছেন। দুদিনের কৌশলী ও শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাব, পুলিশ ও অপহৃতের স্বজনরা জানান, মজিবুর রহমান ওয়াটার টেক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।

বুধবার দুপুরে চট্টগ্রাম যাওয়ার পথে রাজধানীর কলাবাগান থেকে অপহৃত হন। অপহরণের কয়েক ঘণ্টা পরেই তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে ৫০ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। ওই টাকা আদায়ের জন্য তাকে চোখ বেঁধে আটকে রাখে ধানমন্ডির শঙ্কর এলাকার জাফরাবাদের ৩২৭/৩ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটের অন্ধকার রুমে। সেখানে ৮-১০ জনের একটি গ্রুপ পালাক্রমে তার ওপর নির্যাতন চালায়। প্রথমে স্টাম্প দিয়ে পিটিয়ে দাঁত ভেঙে ফেলে। থেঁতলে দেয় ঠোঁট ও মুখমণ্ডল। বুকের ওপর চড়ে পা দিয়ে পিষে পাঁজরের হাড় ভাঙার চেষ্টা করে। এসময় অপহৃতের গগনবিদারী চিৎকার মোবাইল ফোনের লাউড স্পিকারে শোনানো হয় তার স্ত্রীর ফোনে।

বলতে থাকে, তোর স্বামীকে জীবিত পেতে চাইলে দ্রুত ৫০ লাখ টাকা নিয়ে ইস্টার্ন প্লাজার সামনে চলে আয়। দেরি করলেই লাশ পাঠিয়ে দেয়া হবে। মজিবুর রহমানের ভাই শাহাদত হোসেন বলেন, ভাইয়ের ওপর নির্যাতনের শব্দ লাউড স্পিকারে শোনানোর পর ভাবী বারবার মূর্ছা যেতে থাকেন। যে কোন উপায়ে জীবিত পাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েন। টাকাও যোগাড় করে ওই নির্ধারিত জায়গায় চলে যান। পরে আগেই অবহিত র‌্যাবের একটি কৌশলী টিম বৃহস্পতিবার রাতে অপহরণ চক্রের সদস্য মশিউর রহমান ওরফে সুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। তার পকেট থেকে উদ্ধার করে অপহৃত প্রকৌশলীর দুটি মোবাইল ফোন। র‌্যাবের জিজ্ঞাসাবাদে সুজন জানায়, প্রকৌশলী মজিবুর রহমানকে শঙ্কর এলাকার জাফরাবাদের ৩২৭/৩ নম্বর আবদুল করিমের বাড়িতে বন্দি করে রাখা হয়েছে।

ওই বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল জাহাঙ্গীর আলম। তার হেফাজতেই আছে। পরে র‌্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে তালাবদ্ধ অবস্থায় একটি রুম থেকে চোখ, হাত ও পা বাঁধা অবস্থায় মজিবুর রহমানকে উদ্ধার করে। এসময় ওই রুম থেকে আরও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে অপহরণ চক্রের বাকি সদস্যরা পালিয়ে যায়। ধৃত সুজন জিজ্ঞাসাবাদে আরও জানায়, তার সঙ্গে ছিল জাহাঙ্গীর আলম, কেএম জহির হাসান ওরফে নিঝুম ও সাগর। তাদের যোগসাজশেই প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণের টাকা আদায়ের জন্য নির্যাতন করা হয়। এদিকে এ ঘটনায় অপহরণকারীদের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করেছেন অপহৃতের ভাই শাহাদত হোসেন। তিনি বলেন, আসামিরা পরিকল্পিতভাবে আমার ভাইকে অপহরণ করে টাকা আদায়ের উদ্দেশে বর্বর নির্যাতন চালিয়েছে। এমনকি চক্রের একজন গ্রেপ্তার হওয়ার পরও বাকি সদস্যরা মোবাইল ফোনে হুমকি দিয়ে যাচ্ছে। বলছে, কাজটা ভাল করলি না। আমাদের হাত অনেক লম্বা। আগামী কয়েকদিনের মধ্যেই এর জবাব বুঝিয়ে দেয়া হবে। কলাবাগান থানার এসআই ও তদন্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র ধর বলেন, গ্রেপ্তারকৃত আসামি মশিউর রহমান ওরফে সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হয়েছে। অপহরণচক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। তদন্ত সূত্র জানায়, অপহরণকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে বাঁচার চেষ্টা করছে।

ওদের টার্গেট বিত্তশালীরা: র‌্যাব জানায়, সমপ্রতি অপহরণকারী চক্র বিভিন্ন ব্যবসায়ী, চাকরিজীবী এবং ঠিকাদার ছাড়াও অর্থশালী ব্যক্তিদের টার্গেট করে অপহরণ করছে। তাদের কাছ থেকে আদায় করছে মোটা অংকের মুক্তিপণ। এরই ধারাবাহিকতায় ৫ই সেপ্টেম্বর কলাবাগান থেকে অপহৃত হয়েছিলেন প্রকৌশলী মজিবুর রহমান। র‌্যাবের এএসপি রায়হান উদ্দিন বলেন, ওইদিন তিনি চট্টগ্রামে যাওয়ার জন্য কলাবাগান থানাধীন রাসেল স্কয়ার সংলগ্ন শ্যামলী এসি কাউন্টারের সামনে অপেক্ষা করছিলেন। পরে অজ্ঞাত ৩ ব্যক্তি তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহৃতের ভাই শাহাদাত হোসেনের কাছে মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা দাবি করে। পরে শাহাদাত হোসেন র‌্যাব-২ এর কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-২ এর সিনিয়র এএসপি রায়হান উদ্দিন খান এর নেতৃত্বে একটি বিশেষ দল রাজধানীর নিউ মার্কেট থানাধীন বাটা সিগন্যাল এলাকা হতে মুক্তিপণের টাকা গ্রহণের জন্য আসা অপহরণকারী চক্রের মূল পরিকল্পনাকারী আসামি মশিউর রহমান সুজনকে গ্রেপ্তার করেন। তার দেয়া তথ্য অনুযায়ী জাফরাবাদস্থ শঙ্কর এলাকার বাসা নং-৩২৭/৩ এর ৭ম তলা ফ্ল্যাটের তালা ভেঙে হাত-পা বাঁধা অবস্থায় মজিবুর রহমানকে উদ্ধার করা হয়। মজিবুর রহমানের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালখানগর গ্রামে। বর্তমানে থাকেন উত্তর যাত্রাবাড়ীর ৭৬/খ/৭ নম্বর বাড়িতে। তার স্বজনরা জানান, ঘনিষ্ঠদের কাছ থেকে তথ্য পেয়েই মজিবুর রহমানকে অপহরণ করা হয়েছিল। কারণ সমপ্রতি মজিবুর রহমান নারায়ণগঞ্জ এলাকায় একটি জমি ক্রয় বাবদ দেড় কোটি টাকার বায়না করেছেন। ওই তথ্যও তাদের জানা ছিল।

মানবজমিন

Leave a Reply